ব্যারাকপুর, 6 মে : নারায়নপুরের 134 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে যান BJP প্রার্থী অর্জুন সিং। পরে বুথ থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । এরপর যারা ছাপ্পা ভোট দিচ্ছিল বলে অভিযোগ, তাদের তাড়া করেন অর্জুন । সেইসময় দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি । অল্পবিস্তর চোটও পান ।
বহিরাগতদের তাড়া করতে গিয়ে আছাড় খেলেন অর্জুন
নারায়নপুরের 134 নম্বর বুথে ছাপ্পা ভোট রুখতে বহিরাগতদের তাড়া করেন BJP প্রার্থী অর্জুন সিং। দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি । অল্পবিস্তর চোটও পান ।
অর্জুন সিং
উল্লেখ্য, আজ নৈহাটির বিজয়নগর স্কুলের বুথেও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে । সেখানে পৌঁছান অর্জুন সিং। গো ব্যাক অর্জুন সিং স্লোগান তুলে তৃণমূলকর্মীরা অর্জুন সিংকে তাড়া করে । তারা দাবি করে, আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয় । অর্জুন সিংয়ের ভয়ে সবাই লাইন থেকে বেরিয়ে যাচ্ছে । তারা অর্জুন সিংকে ঘিরে ধরে। পরে গাড়িতে করে সেখান থেকে চলে যান অর্জুন সিং ।
Last Updated : May 6, 2019, 3:04 PM IST