অশোকনগর, 2 অগস্ট : ভুয়ো আইপিএস, ভুয়ো আইনজীবী, ভুয়ো সাংবাদিকের পর এবার ভুয়ো অ্যাসিস্ট্যান্ট সুপার ৷ বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিবারের থেকে দীর্ঘদিন ধরে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ পেয়ে উত্তর 24 পরগনার প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক মানস বসু অভিযুক্ত ব্যক্তির বাড়িতে এসে পরিচয়-পত্র দেখতে চান ৷ তা না দেখাতে পারায় অভিযুক্তকে মারধর শুরু করেন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার 4 নম্বর ওয়ার্ডে । অভিযুক্তের নাম আকাশ দাস ৷ জানা গিয়েছে, অশোকনগর এলাকায় ভাড়া থাকত আকাশ ৷ খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে ৷
এই বিষয়ে মানস বসু বলেন, "বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিবারের থেকে সার্টিফিকেট নিয়ে নতুন সার্টিফিকেট তৈরি করা সহ বিভিন্ন রকম সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম হাজার হাজার টাকা নিত এই ব্যক্তি ৷ এরপর সেই পরিবারগুলি আমার কাছে অভিযোগ জানালে বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷
আরও পড়ুন :জলের তোড়ে ভেঙে পড়ল তৃণমূল কার্যালয়