পশ্চিমবঙ্গ

west bengal

হাড়োয়ায় 2 ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ অফিসারকে গণপিটুনি

By

Published : Jan 18, 2020, 5:17 PM IST

Updated : Jan 18, 2020, 6:04 PM IST

হাড়োয়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ অফিসারকে গণপিটুনি দিল স্থানীয়রা ।

ছবি
ছবি

হাড়োয়া, 18 জানুয়ারি : পুলিশকর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ । প্রতিবাদে অভিযুক্ত পুলিশকর্মীকে গণপিটুনি দিল বাসিন্দারা । আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে । উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা ।

গতরাতে হাড়োয়ার মোহনপুর বাছড়া এমসিএইচ হাইস্কুলে রাজ্য সরকারের ছাত্র-যুব উৎসব পালিত হচ্ছিল । সেখানে হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের আধিকারিক ASI জাহাঙ্গির হোসেন গাজি কর্তব্যরত ছিলেন । স্থানীয় মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির দুই ছাত্রী ওই অনুষ্ঠানে গেছিল । অভিযোগ, জাহাঙ্গির তাদের কুপ্রস্তাব দেন । কথা বলার সময় ওই পুলিশকর্মী তাদের শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ ।

পুলিশের শাস্তির দাবিতে উত্তপ্ত এলাকা

খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশকর্মীকে বাসিন্দারা ঘিরে ফেলে । তাঁকে ধরে নিয়ে স্কুলের একটি ঘরে আটকে রাখে । তারই মধ্যে একদল গ্রামবাসী স্কুলঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে ৷

পুলিশকে মারধর উত্তেজিত জনতার

উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা । পুলিশের মোটর বাইকে আগুনে ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হাড়োয়া ও মিনাখাঁ থানার পুলিশ । পৌঁছায় কমব্যাট ফোর্স । তবে, এখনও ওই দুই ছাত্রীর পরিবারের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । আক্রান্ত ASI জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসাধীন । আজ সকালে অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবিতে ওই স্কুলের দেওয়ালে পোস্টার পড়েছে ।

Last Updated : Jan 18, 2020, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details