বাদুড়িয়া, 8 জুলাই:তৃণমূলের শক্ত ঘাঁটি বাদুড়িয়ায় বুথ দখল করে পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট সিপিএমের ! হ্যাঁ, অবাক করার মতো হলেও, এই অভিযোগই উঠেছে ৷ ঘটনার ভিডিয়োও সামনে এসেছে ৷ এই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, হারানো জমি পুনরুদ্ধার করার প্রয়াস চালাতে কোনও কসুরই করছে না লাল ঝান্ডার কর্মী-সমর্থক বাহিনী । দাঁতে দাঁত চেপে রাজনৈতিক লড়াই, তৃণমূলের বিরুদ্ধে পালটা প্রতিরোধ, ইদানিং যেন বঙ্গ সিপিএমের কাছে ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে । এই ঘটনাক্রম লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেনও জুগিয়েছে কাস্তে-হাতুড়ি-তারাকে ।
কিন্তু বাদুড়িয়ার মতো তৃণমূল নিয়ন্ত্রিত বিধানসভা এলাকাতে সিপিএম যেভাবে ভোটের দিন ফিল্মি কায়দায় ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে দেদার ছাপ্পা ভোট দিল, তা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ । এটা কি লোকসভা ভোটের আগে শাসকদলের কাছে অশনি সংকেত? নাকি অন্য কোনও সমীকরণ? এমনই সব প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।
বাম আমলে বাদুড়িয়া বিধানসভা আসনটি বরাবর কংগ্রেসের দখলে ছিল। তৃণমূলের বর্তমান বিধায়ক কাজী আব্দুর রহিম ওরফে দিলুর প্রয়াত বাবা কাজী আব্দুর গফফার এই কেন্দ্র থেকেই জিতে দীর্ঘদিন ধরে বিধায়ক থেকেছেন ৷ তখন অবশ্য তিনি কংগ্রেস করতেন ৷ ফলে, একসময় কংগ্রেসের দুর্গ বলতে প্রথমেই নাম আসত উত্তর 24 পরগনার বাদুড়িয়া অঞ্চলটি । বাবার মৃত্যুর পর কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বাদুড়িয়া কেন্দ্র থেকে বিধায়ক হন গফফর সাহেবের ছেলে কাজী আব্দুর রহিম । তৃণমূল আমলেও কংগ্রেসের দুর্গ অটুট রেখেছিলেন তিনি ।