পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ পড়া ব‍্যালট নিয়ে চম্পট দিলেন পরাজিত তৃণমূল প্রার্থীর এজেন্ট !

নির্দল প্রার্থীর কাছে হেরে গণনা কেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে পালানোর অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে ৷ ঘটনা অশোকনগর বয়েজ হাইস্কুলের গণনা কেন্দ্রের ৷

ETV Bharat
লুট হওয়া ব্যালট পেপার

By

Published : Jul 11, 2023, 5:42 PM IST

নির্দল প্রার্থীর পক্ষে ছাপ পড়া ব‍্যালট নিয়ে চম্পট দিলেন পরাজিত তৃণমূল প্রার্থীর এজেন্ট

হাবরা, 11 জুলাই: যত কাণ্ড ব‍্যালটে ! আর হবেই বা না কেন ! মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার দিন তো ব‍্যালট নিয়েই যত মাথাব্যথা শাসক এবং বিরোধী পক্ষের । কারণ এই ব‍্যালটেই লুকিয়ে রয়েছে প্রার্থীদের জয়-পরাজয়ের ভাগ্য । তাই তো ভোটের সময়ে কোথাও ব‍্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া, আবার কোথাও ব‍্যালট পেপার পুড়িয়ে দেওয়া, ব‍্যালট বাক্সে জল ও কালি ঢালার মতো ঘটনা ঘটেছে । সেই ছবিটা কিন্তু বদলাল না গণনাতেও‌ । তৃণমূল প্রার্থীর পরাজয় মেনে নিতে না পেরে এ বার তাঁর নির্বাচনী এজেন্ট ব‍্যালট নিয়ে গণনা কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর বয়েজ হাইস্কুলের গণনা কেন্দ্রে ।

কিছুদূর যেতেই ওই অভিযুক্তকে হাতেনাতে ধরার চেষ্টা করলে সিপিএম কর্মী-সমর্থকদের হাত ফসকে পালিয়ে যান তিনি । পরে পাশের একটি ডোবা থেকে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ দেওয়া অসংখ্য ব‍্যালট উদ্ধার করা হয় । এই ঘটনাকে ঘিরে এ দিন তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ।

হাবরা 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনের গণনাকেন্দ্র করা হয়েছে অশোকনগর বয়েজ হাইস্কুলে । এই ব্লকের ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের 18 নম্বর বুথে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থীর কাছে হেরে যান তৃণমূল প্রার্থী । অভিযোগ, গণনা কেন্দ্রের ভিতরে তৃণমূল প্রার্থীর এই পরাজয় মেনে নিতে পারেননি প্রার্থীর নির্বাচনী এজেন্ট । এরপরই তিনি নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ দেওয়া একাধিক ব‍্যালট নিয়ে রুদ্ধশ্বাসে পালিয়ে যান গণনা কেন্দ্রের ভিতর থেকে ।

আরও পড়ুন: বাসন্তীতে বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠি, পুকুরে ঝাঁপ কর্মীদের

বিষয়টি নজরে আসতেই বাইরে অপেক্ষারত সিপিএম কর্মী-সমর্থকরা তাঁর পিছু ধাওয়া করেন । পরিস্থিতি বেগতিক বুঝে পাশের একটি ডোবাতে চুরি করা ব‍্যালট ফেলে পালিয়ে যান তিনি । এরপর সেখান থেকেই নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ দেওয়া ব্যালটগুলি উদ্ধার করেন সিপিএমের কয়েকজন কর্মী সমর্থক । পরে, সেগুলো তুলে দেওয়া হয় পুলিশের হাতে । এ দিকে, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে তিনি ব‍্যালট পেপার চুরি করে পালিয়ে যেতে পারলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।

ABOUT THE AUTHOR

...view details