বারাসত, 11 জুলাই : অন্যের জমি হাতিয়ে বিক্রি করার অভিযোগ উঠল পঞ্চায়েতের উপ-প্রধানের ছেলে ও জামাইয়ের বিরুদ্ধে । জমি জালিয়াতির এই বেনজির ঘটনা সামনে আসতেই হইচই শুরু হয়েছে রাজনীতির অন্দরে । অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই তৃণমূল উপ-প্রধানের ছেলে রথিন মণ্ডল ও জামাই স্বদেশ মণ্ডল জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র জাল করে জমি হাতিয়ে নিয়েছেন ।
জমির প্রকৃত মালিক আব্দুল জলিল আলি দশ বছর আগে মারা গেলেও তিনিই নাকি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন রথিন মণ্ডলকে । তাও আবার পরিবারের অজান্তে । পুলিশ সব কিছু জেনেও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । পুলিশের নিষ্ক্রিয়তা ও গোটা জালিয়াতির তদন্তের দাবিতে আব্দুল জলিল আলির পরিবার দ্বারস্থ হয়েছে আদালতে । জমি ফিরে পেতে এখন আদালতই ভরসা তাঁদের।