হাবরা, 20 মে : BJP-র ক্যাম্প অফিসে ভাঙচুর চালিয়ে এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে । এজেন্টের নাম নিতাই কর ।
বুথ এজেন্ট নিতাইবাবুর অভিযোগ, রবিবার দুপুরে ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয়। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। নিতাইবাবুর মাথায়, বুকে ও পায়ে গুরুতর চোট লেগেছে । তাঁকে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নিতাইবাবুর উপর হামলা চালানোর পাশাপাশি BJP-র ক্যাম্প অফিসের চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয় । ফ্ল্যাগ, ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয় । তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রঞ্জিত পালের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ BJP নেতাদের।
নিতাইবাবুকে হাসপাতালে দেখতে যান বারাসত লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী মৃণালকান্তি দেবনাথ । তিনি এই ঘটনায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন । তিনি বলেন, "দেগঙ্গা, হাবরা সহ বারাসত লোকসভার বিভিন্ন জায়গায় যারা যারা গন্ডগোল পাকাতে পারে তাদের নাম তিনদিন আগেই আমরা পুলিশ প্রশাসনের হাতে দিয়েছিলাম। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।"
নিতাইবাবুর উপর হামলার ঘটনায় গতকাল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP কর্মী, সমর্থকরা । পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয় ।