পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুকুলের পর পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ রূপা, শমীকের

পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন রূপা গাঙ্গুলি ও শমীক ভট্টাচার্য । অনুমতি থাকা সত্ত্বেও পদযাত্রা আটকে দেওয়ার অভিযোগ তুলল BJP ।

রূপা গাঙ্গুলি

By

Published : May 13, 2019, 5:34 AM IST

Updated : May 13, 2019, 8:21 AM IST

নিমতা, 13 মে : মুকুল রায়ের পর এবার পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন রূপা গাঙ্গুলি ও শমিক ভট্টাচার্য । অভিযোগ, কোনও কারণ ছাড়াই আটকে দেওয়া হয় BJP-র প্রচার মিছিল । ঘটনাটি নিমতা এলাকার ।

গতকাল দমদম লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শমীক ভট্টাচার্যর সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয় । সেই পদযাত্রায় শমীক ভট্টাচার্য ছাড়াও ছিলেন রূপা গাঙ্গুলি । অভিযোগ, আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও পদযাত্রা আটকে দেয় পুলিশ । কারণ জানতে চাওয়া হলেও পুলিশের তরফে সদুত্তর পাওয়া যায়নি ।

প্রসঙ্গত, শনিবার দমদমে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার গাড়ি চেক করতে হবে । কারণ BJP এই ভোটে টাকা বিলি করছে । BJP-র অভিযোগ, মমতার এই ঘোষণার পর থেকেই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ । তারই ফলস্বরূপ বিমানবন্দর থেকে বেরোনোর পর মুকুল রায়ের গাড়িতেও তল্লাশি চালানোর নামে হেনস্থা করা হয় ।

Last Updated : May 13, 2019, 8:21 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details