স্বরূপনগর, 20 এপ্রিল : টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল । গতরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরে । অভিযুক্ত যুবকের নাম সুদীপ্ত ঘোষ । ঘটনার পর থেকে সে পলাতক ।
স্বরূপনগরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক - swarupnagar
টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । উত্তর 24 পরগনার স্বরূপনগরের ঘটনা । স্বরূপনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
জানা গেছে, গতকাল টিউশনে পড়তে গেছিল নাবালিকা । তার বাবা সাড়ে আটটা নাগাদ টিউশন থেকে তাকে ফিরিয়ে আনতে যান । কিন্তু টিউশন থেকে জানায়, 10 মিনিট আগে ছুটি হয়ে গেছে । তখন পরিবারের লোকেরা মেয়ের খোঁজ শুরু করেন । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোঁজাখুঁজির পর গতকাল গভীর রাতে স্বরূপনগর থানার অদূরে একটি বাঁশবাগানে নাবালিকাকে অচেতনভাবে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন । সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুদীপ্তকে । পরিবারের লোককে দেখে সেই যুবক সেখান থেকে পালিয়ে যায় । নাবালিকাকে উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ।
গতরাতেই নাবালিকার পরিবারের লোকজন স্বরূপনগর থানায় সুদীপ্তর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন । অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । ওই যুবকের সঙ্গে কিশোরীর আগে পরিচয় ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ । কিশোরীর পরিবার যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "সুদীপ্ত প্রায়ই স্কুলে যাওয়ার সময় ওকে উত্যক্ত করে । প্রেমে সম্মতি না দেওয়ায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সে ।"