পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করল অভিযুক্ত ধর্ষক

সরকারিভাবে বিয়ের রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয় । ভাত, মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ । অবশেষে মিষ্টিপানও । জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক । বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল ।

marriage
যুবতী

By

Published : Jan 31, 2020, 3:32 PM IST

বসিরহাট , 31 জানুয়ারি : আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করল ধর্ষণে অভিযুক্ত যুবক ৷ আর সেই বিয়ের সাক্ষী হল বসিরহাট মহকুমা উপসংশোধনাগার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানা চকপাটলি গ্রামের 28 বছরের যুবক রহিম (নাম পরিবর্তিত) পেশায় শ্রমিক । গ্রামেরই এক যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রহিম ওই যুবতিকে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ । তারপর ওই যুবতি রহিমকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেন । কিন্তু রহিম বিয়ে করতে রাজি হয়নি বলে অভিযোগ । তখন ওই যুবতি রহিমের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ করেন । গত বছর 8 ডিসেম্বর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেয় । সম্প্রতি রহিম বিচারকের কাছে ওই যুবতিকে বিয়ে করবে বলে কবুল করে ।

বসিরহাট মহকুমার আদালতের বিচারক ইন্দ্রাণী দত্ত ও মহকুমাশাসক বিবেক ভাসমের নির্দেশের বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারেই বিয়ের আয়োজন করা হয় । কাজি ইসলাম বৈদ্য বিয়ে পাঠ করেন। মুসলিম শরিয়তে নিয়মে বিয়ে শেষ হয় ।

সরকারিভাবে বিয়ের রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয় । ভাত, মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ । অবশেষে মিষ্টিপানও । জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক । বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল ।

ABOUT THE AUTHOR

...view details