ব্যারাকপুর, 15 এপ্রিল : এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। কামারহাটি পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘটনাটি ঘটে। মৃতের নাম সাহেব আলি(21)। সে কামারহাটি 4 নম্বর লুটবাগানের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
ফোন পেয়ে বাইরে যেতেই চলল গুলি, খুন যুবক - murder
বাড়ি থেকে ফোন পেয়ে বেরোতেই এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি কামারহাটির। মৃতের নাম সাহেব আলি(21)।
পরিবারের সদস্যরা জানান, একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় সাহেব। বাড়ি থেকে বেরোনো মাত্রই অটো করে তিন দুষ্কৃতী সাহেবকে গুলি করে। গুলির শব্দ পেয়ে ঘটনাস্থানে যান তাঁরা। সাহেবকে বেলঘড়িয়া B.T রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেলঘড়িয়া থানার পুলিশ। তদন্তের স্বার্থে সাহেবের মোবাইলটি নিজেদের হেপাজতে নেয় পুলিশ। কিন্তু, যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরটি দেখার জন্য পুলিশের কাছে আবেদন জানান পরিবারের সদস্যরা। কিন্তু, পুলিশ মোবাইলটি না দেখাতে চাইলে বাকবিতণ্ডায় শুরু হয়। হাসপাতালেও ভাঙচুর চালানো হয়। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।