অশোকনগর, 23 মার্চ : ক্লাস ফাইভের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল এক গৃহশিক্ষককে। উত্তর 24পরগনার অশোকনগরের ঘটনা।
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক - molest
বাড়ি ফাঁকা থাকার সুযোগে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। পরে গ্রেপ্তার।
ছবিটি প্রতীকী
বৃহস্পতিবার সকালে ওই নাবালিকা গৃহশিক্ষকের বাড়ি পড়তে গিয়েছিল। বাড়ি ফেরার সময় ভুল করে কলমটি ফেলে এসেছিল। বিকেলে সেটি আনতে ফের গৃহশিক্ষকের বাড়ি যায় সে। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার শ্লীলতাহানি করা হয়। চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে।
ওই নাবালিকার পরিবারের সদস্যরা অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।