পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, জেলা শাসকের দ্বারস্থ পরিবার

চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ পরিবার ৷ চিঠির অনুলিপি মুখ্যমন্ত্রী ও জেলা স্বাস্থ্য আধিকারিককেও পাঠানো হয়েছে বলে সেনগুপ্ত পরিবার সূত্রে খবর ।

By

Published : Sep 14, 2019, 5:13 AM IST

Updated : Sep 14, 2019, 6:49 AM IST

ছবি

বারাসত, 14 সেপ্টেম্বর : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বারাসতের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । সুবিচার চেয়ে এবার জেলা শাসকের দ্বারস্থ মৃতের পরিবার ৷ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলা হয়েছে ৷

তরুণকান্তি সেনগুপ্ত (77) নামে এক বৃদ্ধকে বুকে ব্যাথা নিয়ে 19 আগস্ট ভর্তি করা হয় বারাসতের এক বেসরকারি হাসপাতালে । শ্বাসকষ্টের সমস্যা থাকায় দ্রুত ভেন্টিলেশনে দেওয়ার কথা বলেন চিকিৎসক ৷ পরিবারের অভিযোগ, তারপরেও রোগীকে ভেন্টিলেশনে না দিয়ে জরুরি বিভাগে‌ প্রায় তিন ঘণ্টা রাখা হয় । আচমকা বলা হয় ভেন্টিলেশনে দিতে হবে না । পরে ICU রাখা হয় বৃদ্ধেকে ৷ সে দিন রাতেই মৃত্যু হয় তাঁর ৷

এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ পরিবার ৷ চিঠির অনুলিপি মুখ্যমন্ত্রী ও জেলা স্বাস্থ্য আধিকারিককেও পাঠানো হয়েছে বলে সেনগুপ্ত পরিবার সূত্রে খবর । মৃতের বড় ছেলে কৌশিক সেনগুপ্তের অভিযোগ, বার বার বললেও সংশ্লিষ্ট চিকিৎসক তাঁদের কথা শোনেননি ৷ অভিযুক্ত চিকিৎসক বলেন, "বিষয়টি জানা নেই । খোঁজ নেব৷" বিষয়টি নিয়ে জেলা শাসক চৈতালি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

Last Updated : Sep 14, 2019, 6:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details