পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণের জেরে গর্ভবতী, গ্রেপ্তার প্রতিবেশী - arrest

ধর্ষণের কথা বললে খুনের হুমকি দিত ওই প্রতিবেশী ।

rape

By

Published : Jun 7, 2019, 9:05 PM IST

বারাসত, 7 জুন : মানসিক ভারসাম্যহীন মূক ও বধির যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক । ঘটনাটি দত্তপুকুরের শ্রীকৃষ্ণনগরের ।

সম্প্রতি ওই যুবতি অসুস্থ হয়ে পড়ে । চিকিৎসকের কাছে গেলে জানা যায় সে পাঁচমাসের গর্ভবতী । এরপর আকার ইঙ্গিতে বোঝায়, কে তার সঙ্গে কুকর্ম করেছে । ঘটনায় এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুবতির পরিবার ।

আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ । তার শারীরিক পরীক্ষার পর বারাসত আদালতে তোলা হয় । অন্যদিকে যুবতির শারীরিক পরীক্ষা হয় দত্তপুকুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details