বসিরহাট , 18 জুন : গত পাঁচ দিন ধরে নিখোঁজ বসিরহাটের ব্যবসায়ী কৌশিক বসু ৷ 14 জুন তিনি ব্যবসার টাকা আনতে গিয়েছিলেন স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ৷ তারপর আর বাড়ি ফেরেননি তিনি ৷ তারপর থেকে তাঁর ফোনও সুইচড অফ ৷ ছেলের জন্য চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবার ৷
বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাইপালা এলাকায় বাড়ি বছর আঠাশের ওই ব্যবসায়ীর। বাড়ির কাছেই ভ্যারাইটি জিনিসপত্রের দোকান রয়েছে তাঁর। পরিবারে আছেন বাবা-মা ৷ 14 জুন বিকেল গড়িয়ে রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি ৷ তারপর থেকেই উদ্বিগ্ন তাঁর পরিবার ৷ তাঁর নিখোঁজ হওয়ার পিছনে কি কোনও ব্যবসায়িক কারণ আছে ? নাকি অন্যকিছু ? খুঁজে কুল পাচ্ছেন না তাঁরা ৷ সঙ্গে সঙ্গেই পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় বসিরহাট থানায় ৷ ইতিমধ্যেই বসিরহাট পুলিশের তরফে সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তদন্তরত পুলিশের দাবি , যেহেতু ব্যবসায়ীর ফোন সুইচড অফ , তাই কোনওভাবেই তাঁর লোকেশন জানা যাচ্ছে না ৷ তাই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের ।