গাইঘাটা, 23 নভেম্বর : প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে চিকিৎসাধীন তিনি । ঘটনায় প্রেমিকার তিন দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম ছোট্টু মাঝি, মিলন মাঝি ও রাকেশ বৈরাগী । জিজ্ঞাসাবাদ করা তার বাবাকেও ।
আক্রান্ত যুবকের নাম প্রীতম দেবনাথ । তাঁর বাড়ি গাইঘাটার আমখোলা গ্রামে । তিনি BA ফার্স্ট ইয়ারের ছাত্র । মাস তিনেক আগে তাঁর সঙ্গে পাশের মাটিকুমড়া গ্রামের এক কিশোরীর পরিচয় হয় । তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । প্রীতম পড়াশোনার পাশাপাশি একটি মোটর গ্যারাজেও কাজ শিখছিলেন । রাতে বাড়ি ফেরার সময় তিনি প্রেমিকার বাড়ির কাছে গিয়ে দেখা করতেন । বৃহস্পতিবার রাতে প্রীতমকে এক বান্ধবীর ফোন থেকে ডেকে নিয়ে যায় ওই কিশোরী । প্রীতম তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । তখন কিশোরীর পিসতুতো ভাইরা তাদের দেখে ফেলেন । সেই সময় ওই যুবককে ধরে তাঁরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ । মার খেয়ে ওই যুবক অচৈতন্য হয়ে পড়েন । তখন ওই কিশোরীর পরিবারের সদস্যরা প্রীতমের বাড়িতে ফোন করে জানান যে তিনি দুর্ঘটনায় জখম হয়েছেন ।