পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের আমডাঙা, এবার উদ্ধার ৬০টি তাজা বোমা - আমডাঙা

ফাঁকা মাঠ থেকে উদ্ধার ৬০টি তাজা বোমা। ঘটনাটি আমডাঙা থানার তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের। লোকসভা নির্বাচনের আগে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।

উদ্ধার হওয়া বোমা

By

Published : Mar 18, 2019, 1:01 PM IST

আমডাঙা, ১৮ মার্চ : ফাঁকা মাঠ থেকে উদ্ধার ৬০টি তাজা বোমা। ঘটনাটি আমডাঙা থানার তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের। লোকসভা নির্বাচনের আগে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।

গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে আমডাঙা থানার পুলিশ তাড়াবেড়িয়া এলাকায় অভিযান চালায়। সেইসময় তাড়াবেড়িয়ার শংকরপুর ব্রিজের কাছে ফাঁকা মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের পর বোর্ড গঠন ঘিরে অগাস্টে উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙার তাড়াবেড়িয়া, মরিচা ও বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকা। সেইসময়ও এই এলাকাগুলি থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল। যার জেরে অনির্দিষ্ট কালের জন্য ওই তিন পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরবর্তীতে মরিচা পঞ্চায়েতের বোর্ড গঠন হলেও তাড়াবেড়িয়া ও বোদাই গ্রাম পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি।

ABOUT THE AUTHOR

...view details