পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নরেন্দ্রপুরে জোড়া খুলি উদ্ধার - narendrapur

পুকুরে স্নান করতে গেছিলেন কয়েকজন মহিলা ৷ তাঁরা দেখেন, কপালে লাল চন্দন ও হলুদের তিলক পুকুরের জলে মানুষের খুলির মতো কোনও একটি জিনিস দুই হাত দিয়ে কচলে পরিষ্কার করছেন মাঝবয়সি এক ব্যক্তি৷

narendrapur
Skull recover

By

Published : Feb 23, 2020, 11:34 PM IST

নরেন্দ্রপুর, 23 ফেব্রুয়ারি : ঘরের কাজকর্ম শেষ করে একটু বেলা করেই পুকুরে স্নান করতে গেছিলেন কয়েকজন মহিলা ৷ তাঁরা দেখেন, কপালে লাল চন্দন ও হলুদের তিলক পুকুরের জলে মানুষের খুলির মতো কোনও একটি জিনিস দুই হাত দিয়ে কচলে পরিষ্কার করছেন মাঝবয়সি এক ব্যক্তি ৷ বিষয়টি ভালো করে দেখার জন্য এক মহিলা একটু কাছে যেতেই ওই ব্যক্তি কিছুটা বিরক্তই হন ৷ তাঁকে এক প্রকার তাড়িয়েই দেন ওই ব্যক্তি ৷

পুকুর থেকে ফিরে বিষয়টি সবাইকে জানান মহিলারা ৷ খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ প্রত্যক্ষদর্শী টুম্পা দাস জানান, আজ বেলা সাড়ে বারোটা নাগাদ এক ব্যক্তি পুকুরের জলে একটা খুলি কচলে পরিষ্কার করছিল ৷ কাজে গিয়ে বিষয়টি দেখতে গেলে কী চাই জানতে চেয়ে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয় ৷ আমি একা দেখিনি ৷ পাশে কয়েকটি বাচ্চা ছিল তারাও দেখেছে ৷ ঘটনার জানাজানি হতেই এলাকার ক্লাবের কয়েকজন যুবক ওই ব্যক্তির বাড়িতে যান এবং দেখেন ৷

উদ্ধার হওয়া খুলিগুলি কীসের, তা নিয়ে ধন্দে স্থানীয়রা

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মাধব বিশ্বাস ৷ অভিযুক্তের স্ত্রী গীতা বিশ্বাসের কাজে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার স্বামী পুজো করে ৷ পুজোর জন্য পুকুরে বাঁদরের খুলি ধুচ্ছিলেন ৷ কিন্তু এলাকার কয়েকজন সেই খুলিগুলিকে মড়ার মাথা বলছে ৷ তারপরই স্থানীয় ক্লাবের থেকে কয়েকজন এসে দেখে যায় ৷ তা সত্ত্বেও পুলিশকে নিয়ে এসেছে ৷ এই বিষয়ে মাধব বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই খুলিগুলি বাঁদরের মাথা ৷ তিনি জানান, পুজোর কাজে লাগে এই খুলিগুলি ৷ কোন পুজোর কাজে লাগে জানতে চাওয়া হলে পরিষ্কার করে কিছুই বলেননি তিনি ৷

স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মাধবের বাড়ি থেকে দুটি খুলি উদ্ধার করে ৷ সেই সঙ্গে মাধবকেও আটক করেছে পুলিশ ৷ যদিও এলাকার বাসিন্দাদের দাবি, ওই দুটি খুলি ছাড়াও আরও খুলি আছে অভিযুক্তের কাছে ৷ যদিও খুলিগুলি কীসের তা এখন পর্যন্ত জানা যায়নি ৷ খুলিগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ । তন্ত্রসাধনার জন্য এইসব ব্যবহার করা হচ্ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details