বিধাননগর, 18 নভেম্বর: ব্যাংকে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা ! ভুয়ো কল সেন্টার খুলে চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলার চক্র ! এই অভিযোগে 10 মহিলা-সহ 16 জনকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার বিধাননগরের (Bidhannagar) ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Electronics Complex Police Station) পুলিশ ৷ সেক্টর ফাইভের একটি অফিস (কল সেন্টার) থেকে এই 16 জনকে পাকড়াও করা হয় (Bidhannagar Fraud Arrest) ৷ ওই কল সেন্টার থেকে বেশ কিছু কম্পিউটার, ল্য়াপটপ, স্মার্ট ফোন-সহ অন্য়ান্য গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের অফিস পাড়ার এসডিএফ বিল্ডিংয়ের 215 নম্বর ঘরে 'ইভান অ্যাচিভার্স প্রাইভেট লিমিটেড' নামেএকটি ভুয়ো কল সেন্টার খোলা হয়েছিল ৷ এই কল সেন্টার থেকেই 'ওয়ার্ক ইন্ডিয়া' নামক একটি অ্যাপের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন করা হত ৷ তাতে আবেদনকারীদের মোটা বেতনের ব্যাংকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিত প্রতারকরা ৷ এরপর এই অ্যাপের মাধ্যমেই রাজ্যের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীদের তথ্যভাণ্ডার তৈরি করা হত ৷ আবেদনকারীরা এই অ্য়াপে নিজেদের 'প্রোফাইল' তৈরি করলেই সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যেত ৷