পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশাসনিক কাজকর্মেও কি বিহার নির্বাচনের ফলের ছায়া? প্রশ্ন রাজনৈতিক মহলে

গোটা রাজ্যে 102 জন ছাত্রছাত্রীকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। মালদায় এমন ছাত্রছাত্রী রয়েছে 21 জন৷

malda
malda

By

Published : Nov 11, 2020, 10:59 PM IST

মালদা, 11 নভেম্বর : প্রশাসনিক কাজকর্মেও কি বিহার নির্বাচনের ফলের ছায়া? অন্তত তেমনটাই প্রশ্ন উঠেছে মালদার রাজনৈতিক মহলে৷ গতকাল যখন বিহারবাসীর রায় নীতিশের পক্ষে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছিল, তখনই জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আজ হাজি মহম্মদ মহসিন এনডাওমেন্ট ফান্ড স্কলারশিপ প্রদান করা হবে৷ সেই মতো আজ জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে মালদার 21 জন মেধাবী পড়ুয়াকে সেই স্কলারশিপ দেওয়া হয়৷

সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিকাশ সাহা সহ অন্যান্য আধিকারিকরা৷ বিকাশবাবু বলেন, “প্রতি বছর রাজ্যস্তর থেকেই হাজি মহম্মদ মহসিন এনডাওমেন্ট ফান্ড স্কলারশিপ দেওয়া হয়৷ কোরোনার জন্য এবার প্রতি জেলায় ভার্চুয়ালি এই স্কলারশিপ দেওয়া হচ্ছে৷ রাজ্য থেকে মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তারা এই অনুষ্ঠান শুরু করেন৷ একইসঙ্গে আমরাও এখানে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কারস্বরূপ এই স্কলারশিপ প্রদান করলাম৷ প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 20 হাজার টাকা সরকারের তরফে পাঠিয়ে দেওয়া হবে৷ গোটা রাজ্যে 102 জন ছাত্রছাত্রীকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷ আমাদের জেলায় এমন ছাত্রছাত্রী রয়েছে 21 জন৷ তার মধ্যে 10 জন মাধ্যমিক, 10 জন হাইমাদ্রাসা ও একজন আলিম পরীক্ষার্থী৷”

আজ মেধাবী পড়ুয়াদের প্রশাসনের তরফে সংবর্ধনাও দেওয়া হয়৷ তবে আজই কেন তড়িঘড়ি এই অনুষ্ঠানের আয়োজন, তা নিয়ে তির্যক মন্তব্য শোনা গিয়েছে বিরোধী, বিশেষত BJP শিবিরে৷ যদিও এনিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তাঁদের কেউই৷ তবে সরকারের পক্ষ থেকে এমন পুরস্কার পেয়ে খুশি পড়ুয়ারা৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details