রায়গঞ্জ, 6 অক্টোবর : দিন কয়েক আগেই বৃষ্টি থেমেছে । কিন্তু নিকাশি ব্যবস্থা না থাকায় এলাকায় জল জমে চরম দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নোংরা, পচা জল জমে থাকায় ছড়াচ্ছে দূষণ । বাড়ছে জলবাহিত রোগের প্রাদুর্ভাব । এই পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে বাসিন্দাদের বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।
নিকাশি ব্যবস্থা না থাকায় রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের রাজীব কলোনি, নেতাজি সুভাষ কলোনি সহ কয়েকটি এলাকায় বৃষ্টির জল জমে রয়েছে । প্রায় দু'সপ্তাহ ধরে জমা জলে আটকে দক্ষিণ বীরনগর এলাকার কয়েকশো পরিবার । শুধু এলাকার রাস্তাঘাট নয়, বাড়ির ভিতরেও নোংরা জল জমে রয়েছে । একে তো দুর্গন্ধ ছড়াচ্ছে তার উপর মশার উপদ্রব বাড়ছে ।