পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশুকে খুনের অভিযোগে গ্রেপ্তার ২ প্রতিবেশী মহিলা - police

আড়াই বছরের শিশুকে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে দুই প্রতিবেশী মহিলাকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত টামনা ফাঁড়ি এলাকায় গোঁসাইডি গ্রামের বাড়ি থেকে ওই দুই মহিলাকে (সম্পর্কে মা ও মেয়ে) গ্রেপ্তার করা হয়। ধৃত ওই মহিলাদের নাম সিন্ধুবালা মাহাত ও আলোমনি মাহাত।

By

Published : Mar 13, 2019, 11:23 PM IST

পুরুলিয়া, ১৩ মার্চ : আড়াই বছরের শিশুকে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে দুই প্রতিবেশী মহিলাকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত টামনা ফাঁড়ি এলাকায় গোঁসাইডি গ্রামের বাড়ি থেকে ওই দুই মহিলাকে (সম্পর্কে মা ও মেয়ে) গ্রেপ্তার করা হয়। ধৃত ওই মহিলাদের নাম সিন্ধুবালা মাহাত ও আলোমনি মাহাত।

জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া এই বিষয়ে বলেন,"শিশুর দেহ উদ্ধারের পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। মঙ্গলবার ওই গ্রামেরই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়। জেরায় তারা জানায় পারিবারিক বিবাদের কারণে ওই শিশুকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্ত চলবে।" ধৃতদের আজকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।

গত বৃহস্পতিবার অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির উঠোন থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশু। বাড়ির লোকজনেরা দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কোনও সন্ধান না মেলায় অবশেষে মফস্বল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। চারদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার পুরুলিয়া মফস্বল থানার রিয়া গ্রামের জঙ্গল থেকে বস্তাবন্দী মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ওই বস্তাবন্দী দেহ থেকে বের থাকে পচা দুর্গন্ধ। বাসিন্দারা খবর দেন স্থানীয় থানায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে আসেন নিখোঁজ শিশুর মা বরণী মাহাত,বাবা তরণী মাহাত ও পরিজনেরা। পুলিশ গিয়ে ঘটনাস্থান থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে গোঁসাইডি গ্রাম থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details