পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Probe In Jhalda Councillor Murder Case : হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে খুশি নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু - Jhalda Councillor Tapan Kandu murder case

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders CBI probe In Jhalda councillor murder case ) ৷

tapan kandu murder case
হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে খুশি পূর্ণিমা কান্দু

By

Published : Apr 4, 2022, 6:03 PM IST

Updated : Apr 4, 2022, 7:02 PM IST

পুরুলিয়া, 4 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় (Jhalda Councillor Tapan Kandu murder case) সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আদালতের এই নির্দেশে খুশি নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ স্বামীর খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন পূর্ণিমা কান্দু ৷ এদিনের নির্দেশে খুশি তিনি ৷ বলেছেন, "পুলিশ এই ঘটনায় জড়িত, তাই পুলিশ তদন্তের নামে নিজেরা বাঁচতে চাইছিল ৷ আদালতের রায়ে আমরা খুশি ৷ ধন্যবাদ হাইকোর্টকে ৷ এটা ঝালদাবাসীর জয় ৷"

হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে খুশি পূর্ণিমা কান্দু

এদিন রায় ঘোষণার পর তপন কান্দুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দুর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো । তিনিও হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ৷ আশা প্রকাশ করেছেন, সিবিআই তদন্তে আসল ঘটনা সামনে আসবে ও দোষীরা শাস্তি পাবে ৷ উল্লেখ্য, গত 13 মার্চ গুলি করে খুন করা হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ এই ঘটনায় নাম জড়ায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের ৷ অভিযোগ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তপন কান্দুকে চাপ দিতেন আইসি ৷ এবারের পৌরনির্বাচনে ত্রিশঙ্কু হয় ঝালদার ফলাফল ৷

আরও পড়ুন : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রবিবার, সাংবাদিক বৈঠক করে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান দাবি করেছিলেন, "পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার সঙ্গে ঝালদা থানার আইসি জড়িত নন ৷" তদন্ত শেষ না হওয়ার আগেই এই কথা জেলা পুলিশ সুপার কীভাবে এই কথা বলেন, এই প্রশ্নও এদিন উঠেছে হাইকোর্টে ৷ বিষয়টির প্রসঙ্গ টেনে পুলিশি তদন্তে তাঁদের ভরসা নেই বলে এদিন ফের জানিয়েছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷

Last Updated : Apr 4, 2022, 7:02 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details