পুরুলিয়া, 4 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় (Jhalda Councillor Tapan Kandu murder case) সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আদালতের এই নির্দেশে খুশি নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ স্বামীর খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন পূর্ণিমা কান্দু ৷ এদিনের নির্দেশে খুশি তিনি ৷ বলেছেন, "পুলিশ এই ঘটনায় জড়িত, তাই পুলিশ তদন্তের নামে নিজেরা বাঁচতে চাইছিল ৷ আদালতের রায়ে আমরা খুশি ৷ ধন্যবাদ হাইকোর্টকে ৷ এটা ঝালদাবাসীর জয় ৷"
এদিন রায় ঘোষণার পর তপন কান্দুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দুর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো । তিনিও হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ৷ আশা প্রকাশ করেছেন, সিবিআই তদন্তে আসল ঘটনা সামনে আসবে ও দোষীরা শাস্তি পাবে ৷ উল্লেখ্য, গত 13 মার্চ গুলি করে খুন করা হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ এই ঘটনায় নাম জড়ায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের ৷ অভিযোগ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তপন কান্দুকে চাপ দিতেন আইসি ৷ এবারের পৌরনির্বাচনে ত্রিশঙ্কু হয় ঝালদার ফলাফল ৷