পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chas Road Station : প্রতীক্ষালয়ে তালা, রোদ-ঝড়-বৃষ্টিতে নাকাল নিত্যযাত্রীরা - বন্ধ পুরুলিয়ার চাস রোড হল্ট স্টেশনের প্রতীক্ষালয়

চাস রোড স্টেশনের প্রতীক্ষালয় নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছেন ৷ সেইমতো স্টেশনে গিয়ে দেখা গেল, প্রতীক্ষালয়টি সাদা গ্রিলের দরজায় ঝুলছে তালা ৷ কিন্তু যাত্রীদের জন্য তৈরি প্রতীক্ষালয়ে তালা কেন ?

Chas Road Station
Chas Road Station

By

Published : Sep 2, 2021, 9:11 PM IST

Updated : Sep 2, 2021, 9:22 PM IST

পুরুলিয়া, 2 সেপ্টেম্বর : পুরুলিয়ার আদ্রা ডিভিশনের চাস রোড রেল স্টেশন ৷ ছোট্ট একটি হল্ট স্টেশন ৷ কিন্তু এই স্টেশনের উপর হয়েই ঝাড়খণ্ডের রাঁচি, বোকারো, ধানবাদ প্রভৃতি জায়গায় যেতে হয় ৷ জেলার মানুষের রেলপথে পুরুলিয়া, কোটশিলা, ঝালদা যাবার পথও এটি ৷ অতএব রোজ কয়েকশো মানুষের আনাগোনা লেগে থাকে ৷ তবে এই বর্ষায় সেইসব মানুষরা বেজায় বিপদে পড়েছেন ৷ যখন তখন আকাশ ভেঙে হুড়মুড়িয়ে বৃষ্টি নামে, সঙ্গে কড়কড়াৎ শব্দে বজ্রপাত ৷ কখনও আকাশ কালো করে শোঁ শোঁ শব্দে ঝড়, কখনও আবার চড়া রোদে ব্রহ্মতালু ফেটে যাওয়ার জোগাড় হয় ৷ কিন্তু কোনও অবস্থাতেই মাথা বাঁচানোর জায়গা পান না স্টেশনে আসা মানুষজন ৷ কারণ অজানা কারণে চাস রোড স্টেশনের একমাত্র প্রতীক্ষালয়টি দীর্ঘদিন ধরেই বন্ধ ৷

উন্নত চিকিৎসার জন্য এখানকার মানুষের ভরসা একমাত্র রাঁচি ৷ এই চাস রোড স্টেশন থেকেই রোগী ও তাঁদের আত্মীয়রা ট্রেনে ওঠেন ৷ স্থানীয় সবজি ব্যবসায়ীদের মাল ওঠানামা করে ৷ তাছাড়া দৈনিক যাতায়াত করা মানুষজন তো রয়েছেই ৷ স্টেশনের অদূরে রয়েছে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ ফলে পড়ুয়াদের আনাগোনা লেগেই থাকে ৷ কিন্তু স্টেশনের একমাত্র প্রতীক্ষালয়টি বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্য যাতায়াত করা মানুষজন ৷ এই বর্ষায় তাঁদের অবস্থা আরও শোচনীয় ৷

আরও পড়ুন : Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

চাস রোড স্টেশনের প্রতীক্ষালয় নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছেন ৷ সেইমতো স্টেশনে গিয়ে দেখা গেল, প্রতীক্ষালয়টির সাদা গ্রিলের দরজায় ঝুলছে তালা ৷ কিন্তু যাত্রীদের জন্য তৈরি প্রতীক্ষালয়ে তালা কেন ? স্টেশনের টিকিট বিক্রেতা রামচন্দ্র কালিন্দী বলেন, "রেলের লোকজন প্রতীক্ষালয়ে জিনিসপত্র রেখেছেন ৷ তাই তালা বন্ধ ৷ এই বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার বলেও কোনও লাভ হয়নি ৷ আমি স্থানীয় বিধায়ক নরহরি মাহাতোর সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছি ৷ তিনি বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ৷" তবে ইটিভি ভারতের প্রতিনিধির থেকে বিষয়টি শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়েছে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর ৷ তিনি বলেন, "আমি ঘটনার কথা আপনাদের কাছ থেকেই শুনলাম ৷ আমাকে তো কেউ এই সমস্যার কথা জানায়নি ৷ আমি বিষয়টি দেখছি এবং ওটা খোলানোর ব্যবস্থাও করছি ৷

Last Updated : Sep 2, 2021, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details