পুরুলিয়া, 2 সেপ্টেম্বর : পুরুলিয়ার আদ্রা ডিভিশনের চাস রোড রেল স্টেশন ৷ ছোট্ট একটি হল্ট স্টেশন ৷ কিন্তু এই স্টেশনের উপর হয়েই ঝাড়খণ্ডের রাঁচি, বোকারো, ধানবাদ প্রভৃতি জায়গায় যেতে হয় ৷ জেলার মানুষের রেলপথে পুরুলিয়া, কোটশিলা, ঝালদা যাবার পথও এটি ৷ অতএব রোজ কয়েকশো মানুষের আনাগোনা লেগে থাকে ৷ তবে এই বর্ষায় সেইসব মানুষরা বেজায় বিপদে পড়েছেন ৷ যখন তখন আকাশ ভেঙে হুড়মুড়িয়ে বৃষ্টি নামে, সঙ্গে কড়কড়াৎ শব্দে বজ্রপাত ৷ কখনও আকাশ কালো করে শোঁ শোঁ শব্দে ঝড়, কখনও আবার চড়া রোদে ব্রহ্মতালু ফেটে যাওয়ার জোগাড় হয় ৷ কিন্তু কোনও অবস্থাতেই মাথা বাঁচানোর জায়গা পান না স্টেশনে আসা মানুষজন ৷ কারণ অজানা কারণে চাস রোড স্টেশনের একমাত্র প্রতীক্ষালয়টি দীর্ঘদিন ধরেই বন্ধ ৷
উন্নত চিকিৎসার জন্য এখানকার মানুষের ভরসা একমাত্র রাঁচি ৷ এই চাস রোড স্টেশন থেকেই রোগী ও তাঁদের আত্মীয়রা ট্রেনে ওঠেন ৷ স্থানীয় সবজি ব্যবসায়ীদের মাল ওঠানামা করে ৷ তাছাড়া দৈনিক যাতায়াত করা মানুষজন তো রয়েছেই ৷ স্টেশনের অদূরে রয়েছে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ ফলে পড়ুয়াদের আনাগোনা লেগেই থাকে ৷ কিন্তু স্টেশনের একমাত্র প্রতীক্ষালয়টি বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্য যাতায়াত করা মানুষজন ৷ এই বর্ষায় তাঁদের অবস্থা আরও শোচনীয় ৷