পুরুলিয়া, 12 মে : গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ালেন এলাকার বাসিন্দারা। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামের 243/49 নম্বর বুথের ঘটনা । এই বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই।
গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে সকাল সকাল বুথে ভোটাররা - purulia
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামের 243/49 নম্বর বুথে সকাল সকাল লম্বা লাইন ভোটারদের।
ভোটের লাইনে ভোটাররা
ভোটারদের বক্তব্য, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে । তাই ভোট শুরুর আগেই বুথে পৌঁছে যান তাঁরা। বলেন, "কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই । শান্তিপূর্ণভাবেই ভোট হবে এলাকায় ।"
তিনদিন আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া অফিস । সেই সতর্কবার্তার জেরেই আজ সকাল সকাল পুরুলিয়ার এই বুথে ভোট দিতে দেখা গেল এলাকার বাসিন্দাদের ।
Last Updated : May 12, 2019, 10:16 AM IST