পুরুলিয়া, ৮ নভেম্বর : পুরুলিয়ার টাউন থানা ও জয়পুর থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। গতরাতে পুলিশ নাকা চেকিং করতে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুরুলিয়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই
পুরুলিয়া থেকে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী। আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে টাউন থানার পুলিশ কাঁটাডি মোড়ে অভিযান চালায়। সেখানে মালাহারা কুমার (৩২) নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে। ধৃতের বাড়ি কোটশিলা থানার বেলডি গ্রামে। তার কাছ থেকে একটি অত্যাধুনিক পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। অন্যদিকে পুরুলিয়া-রাঁচি রোডে অভিযান চালিয়ে জয়পুর থানার পুলিশ জয়পুর জলট্যাঙ্কি মোড়ে গুলজার শেখ (৪০) নামে আর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তার থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও গুলি। ধৃতের বাড়ি ঝালদা থানার কাঁটাডি গ্রামে।
আজ গুলজার শেখ ও মালাহারা কুমারকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। গুলজার শেখকে ৩ দিনের ও মালাহারা কুমারকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।