কলকাতা, 26 ডিসেম্বর : পুরুলিয়ায় ঘুরতে গিয়ে চাঁদার জন্য হেনস্থার মুখে পড়লেন কলকাতার এক বাসিন্দা (Tourists from Kolkata get attacked while visiting Purulia) । নাকতলার বাসিন্দা রাজীব ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, গত 22 তারিখ তাঁরা পুরুলিয়া ঘুরতে আসেন । সেই সময় অযোধ্যা পাহাড় লাগোয়া খয়রাবেড়া জলাধার যাওয়ার সময় তাঁদের গাড়ি আটকান কিছু যুবক ৷
100 টাকা চাঁদা দাবি করে তাঁরা । রাজীব ঘোষের অভিযোগ, ফেরার পথে চাঁদা দেবেন বলে জানালেও ওই যুবকরা তাতে কর্ণপাত করেননি ৷ তাঁদের গাড়ি ধাওয়া করে গাড়ির ড্রাইভারকে হেনস্থা করা হয় । তাঁকে বাঁচাতে গেলে পরিবারের বয়স্ক সদস্যের এমনকি মহিলাদেরও হেনস্থা করা হয় ৷ এমনকি গাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকিও দেওয়া হয় ৷