পুরুলিয়া, 1 মে : ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা । এর মধ্যেই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দি ২০টি পরিবার । পুরুলিয়ার পাড়া বিধানসভার সাঁওতালডিহির ভবানীপুর গ্রামের ঘটনা।
আজ দুলমি-নডিহায় BJP-র দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা এবং দলের তপশিলি মোর্চার রাজ্য সভাপতি ক্ষুদিরাম টুডু সহ অন্য BJP নেতৃত্বরা ।
পুরুলিয়ায় তৃণমূল থেকে BJP-তে যোগ ২০টি পরিবারের - purulia
তৃণমূল ছেড়ে BJP-তে যোগ পুরুলিয়ায় । আজ পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার সাঁওতালডিহি থানার ভবানীপুর গ্রাম থেকে তৃণমূল সমর্থক 20 টি পরিবার BJP-তে যোগদান করল ।
তৃণমূল থেকে BJP-তে যোগ ২০টি পরিবার
BJP-তে যোগদানকারী দিলখুশ আনসারি ও আনন্দময়ী শান্তিকারি বলেন , "পুরুলিয়া জেলা সহ গোটা রাজ্যে গেরুয়া ঝড় বইতে শুরু করেছে । তৃণমূলের নেতাকর্মীরা স্বজনপোষণে ব্যস্ত । নিচুতলার কর্মীদের পাত্তাই দেওয়া হয় না । তাই তাঁদের যোগ্য জবাব দিতে গেরুয়া স্রোতে গা ভাসালাম ।"