পশ্চিমবঙ্গ

west bengal

Durga Puja 2022: থিমের বাজারে কদর নেই ডাক শিল্পীদের, বিষন্নতার ছায়া বামুনডিহায়

By

Published : Sep 3, 2022, 10:59 PM IST

পুজোয় (Durga Puja) এখন থিমই চলছে ৷ তাই প্রায় বিলুপ্তের পথে ডাকের সাজ ৷ আর এ কারণে ভুগছেন শোলার শিল্পীরা ৷ তাঁদের জমি-জায়গাও বেশি নেই যে চাষের কাজ করে জীবন-যাপন করবেন ৷ শোলার কাজে বরাত না পেয়ে পুরুলিয়ার বামুনডিহায় শিল্পীরা (Thermocol Artists) পড়েছেন সমস্যায় ৷

Durga Puja 2022
থিমের বাজারে কদর নেই ডাক শিল্পীদের

পুরুলিয়া, 3 সেপ্টেম্বর: এখন থিমের বাজারে (Theme Puja) প্রায় হারিয়ে যাচ্ছে এক চালা প্রতিমায় ডাকের সাজের কাজ ৷ তাই মন ভালো নেই পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা গ্রামের যোগী পাড়ার শিল্পীদের (Thermocol Artists)।

পুরুলিয়ার বামুনডিহায় শিল্পীরা

এই গ্রামে 20টি মতো যোগী পরিবার রয়েছে। একসময় পুজোর আগে তাঁরা প্রচুর ডাকের সাজের কাজের বরাত পেতেন। প্রতিমা তৈরির পর সেটি সাজানোর জন্য শোলার চুড়ি, মালা, আয়না ও রঙিন কাগজ দিয়ে প্রতিমা সাজিয়ে তুলতেন এই যোগীরা। গ্রামের ছেলেমেয়ে থেকে বাচ্চা-বড় সকলেই এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু এখন তাঁরা পড়েছেন সমস্যায় ৷ ডাকের সাজের কাজের অর্ডারই পাচ্ছেন না তাঁরা (Thermocol Artists Situation Durga Puja) ৷

শোলার কাজে বরাত না পেয়ে পুরুলিয়ার বামুনডিহায় শিল্পীরা পড়েছেন সমস্যায়

গ্রামের দিলীপ যোগী নামের এর শোলা শিল্পী বলেন, "এক সময় পুজো কমিটি গুলোই আমাদের সঙ্গে যোগাযোগ করত, আর এখন আমরা যোগাযোগ করেও কাজ পাচ্ছি না। কয়েক বছর আগেও এতটা খারাপ অবস্থা ছিল না।" অন্য আরেকজন শিল্পী স্বপন যোগী বলেন, "এখন এক চালা প্রতিমা কম তাই জরির কাজও কম। আগে আমরা এক-এক জনে 10 থেকে 12টা করে কাজ পেতাম এখন সে জায়গায় দু'টোও পাই না।" অম্বুজ যোগীর গলায় শোনা গেল একই সুর ৷ তিনি বলেন, "জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, কিন্তু পুজো কমিটিরা বেশি টাকা দিতে চান না, আমাদের মধ্যে অনেকেই পুঁজি বিনিয়োগ করতে না পেরে এই পেশা থেকে সরে গিয়েছেন।"

আরও পড়ুন:বাজল পুজোর ঘণ্টা ! কুমোরটুলিতে কেমন কাটল গণেশ পুজোর বাজার ?

ABOUT THE AUTHOR

...view details