হাতুয়াড়া মেডিকেলে আউটডোর পরিষেবা - Purulia Sadar Hospital
সামাজিক দূরত্ব বজায় রেখে রোগীদের ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যে পুরুলিয়া সদর হাসপাতালের আউটডোর পরিষেবা স্থানান্তরিত করা হল "হাতুয়াড়া মেডিকেল কলেজ হাসপাতালে" ।
পুরুলিয়া, 11 সেপ্টেম্বর : পুরুলিয়া সদর হাসপাতালের আউটডোর পরিষেবা স্থানান্তরিত করা হয়েছে "হাতুয়াড়া মেডিকেল কলেজ হাসপাতালে" । সামাজিক দূরত্ব বজায় রেখে রোগীদের ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যেই জেলা স্বাস্থ্য বিভাগের এই আউটডোর পরিষেবা স্থানান্তরণ।
সদর হাসপাতালের সুপার সুকমল বিষয়ি বলেন, "পুরুলিয়া সদর হাসপাতালের আউটডোর বিভাগে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের সমাগম হয় । অথচ হাসপাতালের জায়গা খুবই কম । তাই সেক্ষেত্রে রোগী ও তার পরিবারের ক্ষেত্রে আউটডোরে লাইন দেওয়া, বসা-ওঠা এবং বিভিন্ন যানবাহন রাখার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় । এমনকি সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় হাসপাতালে আসা সাধারণ মানুষকে । তাই এই বিষয়টি চিন্তাভাবনা করে পুরো আউটডোর পরিষেবাকে "হাতুয়াড়া মেডিকেল কলেজ হাসপাতালে" স্থানান্তরিত করা হয়েছে ।
তিনি আরও বলেন, " সেখানে রোগী ও তার পরিবারদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে । সেখানে যাওয়া আসার ক্ষেত্রে যাতে কারুর সমস্যা না হয় সে-দিকটিও চিন্তাভাবনা করে দেখা হবে । এবিষয়ে জেলাশাসক, জেলা পরিষদ, ট্রান্সপোর্ট বিভাগ, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে । সমস্ত পরিকাঠামো বিবেচনা করে হাতুয়াড়া মেডিকেল কলেজে আউটডোর পরিষেবা চালু করা হয়েছে । "