পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tapan Kandu Murder Case: তপন কান্দু খুনে মুজফ্ফরপুর থেকে গ্রেফতার আরও 1 দুষ্কৃতী - সিবিআই

ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় (Tapan Kandu Murder Case) সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই ৷ বিহারের মুজফ্ফরপুর থেকে শশীভূষণ সিং নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার (CBI Arrests Shashi Bhushan Singh from Muzaffarpur) করে ট্রানজিট রিমান্ডে গতকাল রাতে পুরুলিয়ায় নিয়ে এসেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷

tapan-kandu-murder-case-cbi-arrests-shashi-bhushan-singh-from-muzaffarpur
tapan-kandu-murder-case-cbi-arrests-shashi-bhushan-singh-from-muzaffarpur

By

Published : Sep 16, 2022, 11:05 AM IST

পুরুলিয়া, 16 সেপ্টেম্বর: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় (Tapan Kandu Murder Case) জড়িত থাকার অভিযোগে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল সিবিআই ৷ বিহারের মজফ্ফরপুর থেকে শশীভূষণ সিং নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে (CBI Arrests Shashi Bhushan Singh from Muzaffarpur) ৷ সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই ধৃত শশীভূষণ সিংকে ট্রানজিট রিমান্ডে পুরুলিয়ায় সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে ৷ সব মিলিয়ে ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

আজ সিবিআইয়ের তরফে ধৃত শশীভূষণ সিংকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে ৷ সূত্রের খবর, এ মাসের শুরুর দিকে ধৃত শুটার জাবির আনসারিকে জেরা করেই এই শশীভূষণের নাম জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ সেই মতো তদন্তকারীদের একটি দল মুজফ্ফরপুর যায় । সেখান থেকেই শশীভূষণকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, এই খুনের ঘটনায় শীশভূষণের কী ভূমিকা ছিল, তা এখনও জানা যায়নি ৷

প্রসঙ্গত, এবছরের শুরুর দিকে রাজ্যের শতাধিক পৌরসভা নির্বাচনের পর গত 13 মার্চ সন্ধেয় ঝালদা পৌরসভার কাউন্সিলর তপন কান্দু হাঁটতে বেরিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারান ৷ ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের সিট । গ্রেফতার করা হয় 4 অভিযুক্তকে । কিন্তু, এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয় নিহতের পরিবার । ঘটনার কয়েক সপ্তাহ পরে, 4 এপ্রিল কলকাতা হাইকোর্ট এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ এর ঠিক দু’দিন পর 6 এপ্রিল তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷

আরও পড়ুন:তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাড়াটে শুটার

আর সেদিনই ঝালদায় এসে সিটের কাছ থেকে তদন্তভার নেয় সিবিআই । পাশাপাশি, সিটের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা ৷ 12 এপ্রিল প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট । এখনও পর্যন্ত কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট 7 অভিযুক্ত ৷

আরও পড়ুন:তপন কান্দু খুনে ধৃত ভাড়াটে শুটারের 10 দিনের সিবিআই হেফাজত

বর্তমানে জেল হেফাজতে রয়েছে নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দু, ভাই নরেন কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিক । ধৃত জাবির আনসারির এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন ৷ এ বার সেই তালিকায় যুক্ত হল শশীভূষণ সিংয়ের নাম ৷ 13 জুন পুরুলিয়া জেলা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে সিবিআই । 24 অগস্ট থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে পুরুলিয়া জেলা আদালতে ৷

ABOUT THE AUTHOR

...view details