পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পক্ষপাতিত্বের অভিযোগে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে তালা - পুরুলিয়া

কুস্তাউর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ৷ অভিযোগ, রামকৃষ্ণ মিশনের জন্য আলাদা পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করেছিল স্কুল কর্তৃপক্ষ ৷ পরে জেলা মাধ্যমিক আহ্বায়ক এসে পরিস্থিতি সামাল দিলে পরীক্ষা শুরু হয় ৷

Purulia madhyamik protest
পুরুলিয়ায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ

By

Published : Feb 19, 2020, 7:07 PM IST

পুরুলিয়া, 19 ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল পরীক্ষার্থীরা ৷ পুরুলিয়ার কুস্তাউর বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে পরীক্ষা শুরুর আগে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থী ও অভিভাবকরা ৷ পরে জেলা মাধ্যমিক আহ্বায়ক এসে পরিস্থিতি সামাল দিলে পরীক্ষা শুরু হয় ৷

পুরুলিয়ার কুস্তাউর স্কুলে মাধ্যমিকের সিট পড়েছিল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, মালথোড় উচ্চ বিদ্যালয় ও ছড়রা উচ্চ বিদ্যালয়ের ৷ মালথোড় উচ্চ বিদ্যালয় ও ছড়রা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের অভিযোগ, রামকৃষ্ণ মিশনের জন্য আলাদা পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করেছিল স্কুল কর্তৃপক্ষ ৷ কিন্তু নিয়মানুযায়ী একাধিক স্কুল থাকলে, সেক্ষেত্রে মিলিয়ে-মিশিয়ে পরীক্ষাকেন্দ্রে বসতে হবে পরীক্ষার্থীদের ৷ আজ পরীক্ষার আগে মালথোড় উচ্চ বিদ্যালয় ও ছড়রা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা এই ঘটনার প্রতিবাদ করে ৷ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভও দেখানো হয় ৷

স্কুলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

খবর পেয়ে জেলা মাধ্যমিক আহ্বায়ক সত্যকিঙ্কর মাহাতো ঘটনাস্থানে পৌঁছান ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় পড়ুয়া ও অভিভাবকরা ৷ পরীক্ষা শুরুর 30 মিনিট আগে বিক্ষোভ উঠে যায় ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কুস্তাউর স্কুলের প্রধান শিক্ষক বলাই মণ্ডল ৷

ABOUT THE AUTHOR

...view details