পুরুলিয়া, 18 মে : কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পুরুলিয়ায় । ছাত্র সংগঠন AIDSO-র নেতৃত্বে বান্দোয়ানবাসী রাস্তায় নামে । পুরুলিয়া রেল স্টেশন থেকে জেলা পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করে স্মারকলিপি প্রদান করে তারা ।
বান্দোয়ানে গণধর্ষণের পর খুন : দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল - police
কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবিতে ছাত্র সংগঠন AIDSO-র নেতৃত্বে মিছিল করে এলাকাবাসী । গতকাল গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।
ছবিটি প্রতীকী
3 মে নিখোঁজ হয়েছিল ওই কিশোরী । তার আটদিনের মাথায় বোরো থানার জামির টিলার জঙ্গলের একটি পাথর খাদান লাগোয়া এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ । প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের শিকার কিশোরী । বোরো থানা এলাকার দুই যুবকের সাথে প্রেম করত সে । গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।
যদিও কিশোরীর পরিবার ও একাধিক সংগঠনের অভিযোগ, দু'জন গ্রেপ্তার হলেও পুলিশ প্রশাসন তদন্তে অবহেলা করছে । ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।