পুরুলিয়া, 9 অগস্ট: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' ক্যাম্প যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ৷ তার ফলে নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এবার রাজ্যের সব জেলার পাশাপাশি 'দুয়ারে সরকার' ক্যাম্পেই শিবির করবে তৃণমূল কংগ্রেস ৷ বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের এই 'দুয়ারে সরকার' প্রকল্পকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
পুরুলিয়া জেলায় 'দুয়ারে সরকার' ক্যাম্পগুলিতে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে থাকবে আরও একটি শিবির ৷ যে শিবিরগুলি থেকে জনগণকে সরকারি প্রকল্পগুলির বিষয়ে বোঝানো হবে ৷ ফর্মপূরণ কীভাবে করতে হবে সেই বিষয়ে পরামর্শ দেওয়া হবে ৷ গতকাল পুরুলিয়া জেলায় তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এমনটাই স্থির হয়েছে বলে খবর ৷ পুরুলিয়া জেলায় যে কয়েকটি পঞ্চায়েত বা পৌর এলাকায় 'দুয়ারে সরকারের' ক্যাম্প হবে সেই সব জায়গাতেই তৃণমূল দলের তরফে শিবির করা হবে ৷