পুরুলিয়া, 29 জুন : পেট্রল-ডিজে্লের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ পুরুলিয়া জেলা কংগ্রেসের l আজ পুরুলিয়া শহরের জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেসের নেতা-কর্মীরা l কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা l উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত, পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি, জেলা কংগ্রেসের সহ সভাপতি উত্তম ব্যানার্জি সহ অন্যরা l
পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত বলেন, "পেট্রল ডিজ়েলের দাম আজ আকাশ ছোঁয়া l পেট্রোপণ্যের এই দাম বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে আমরা তা জানতে চাই l ভারতবর্ষের ইতিহাসে এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এতটা হয়নি l একদিকে মানুষের রোজগার বন্ধ, অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি l এরই ফলে মানুষ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত l BJP সরকারের আমলেই এইসব ঘটনা ঘটে ঘটেছে l এরই প্রতিবাদে আজ গোটা দেশজুড়ে একযোগে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে l পুরুলিয়াতেও এর প্রতিবাদ জানানো হচ্ছে l"