পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়ায় কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ

পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ l কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যানার হাতে প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মীরাl

By

Published : Jun 29, 2020, 5:03 PM IST

Purulia Cong leaders Protest against increase of petrol and diesel price
Purulia Cong leaders Protest against increase of petrol and diesel price

পুরুলিয়া, 29 জুন : পেট্রল-ডিজে্লের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ পুরুলিয়া জেলা কংগ্রেসের l আজ পুরুলিয়া শহরের জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেসের নেতা-কর্মীরা l কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা l উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত, পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি, জেলা কংগ্রেসের সহ সভাপতি উত্তম ব্যানার্জি সহ অন্যরা l

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত বলেন, "পেট্রল ডিজ়েলের দাম আজ আকাশ ছোঁয়া l পেট্রোপণ্যের এই দাম বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে আমরা তা জানতে চাই l ভারতবর্ষের ইতিহাসে এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এতটা হয়নি l একদিকে মানুষের রোজগার বন্ধ, অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি l এরই ফলে মানুষ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত l BJP সরকারের আমলেই এইসব ঘটনা ঘটে ঘটেছে l এরই প্রতিবাদে আজ গোটা দেশজুড়ে একযোগে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে l পুরুলিয়াতেও এর প্রতিবাদ জানানো হচ্ছে l"

দেশে লকডাউন শিথিল হতেই বাড়তে শুরু করে পেট্রল-ডিজ়েলের দাম l টানা 21 দিন মূল্যবৃদ্ধি হয় পেট্রল-ডিজ়েলের l রবিবার 22তম দিন পেট্রল-ডিজে্লের দাম অপরিবর্তিত থাকলেও সোমবার ফের দাম বৃদ্ধি পায়l সোমবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে 82.10 টাকাl ডিজে্লের দাম বেড়ে দাঁড়িয়েছে 75.64 টাকা l

বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমছে তখন দেশে পর পর দাম বৃদ্ধি পাওয়ায় বিরোধীদের নিশানায় কেন্দ্র সরকারl কংগ্রেস-সহ বিরোধী দলগুলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেl

ABOUT THE AUTHOR

...view details