পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় দলবদল - tmc

পুরুলিয়াতে ভোটের মুখে দলবদল। একদিকে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছে ১৫০টি পরিবার। অন্যদিকে, BJP ও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগদান করছে ৭০টি পরিবার।

পুরুলিয়ায় দলবদল

By

Published : Mar 25, 2019, 11:48 PM IST

পুরুলিয়া, 25 মার্চ : পুরুলিয়াতে ভোটের মুখে দলবদলের রেশ কাটতেই চাইছে না। একদিকে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছে ১৫০টি পরিবার। অন্যদিকে, BJP ও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগদান করেছে ৭০টি পরিবার।

আজ ঝালদা ১ নম্বর ব্লকের মাঠারি-খামার অঞ্চলের শতাধিক কংগ্রেস ও বাম সমর্থক BJP-তে যোগদান করেন। জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত যোগদানকারী BJP কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

অন্যদিকে, গতরাতে পুরুলিয়া জেলার ঝালদা থানার ঝালদা-দরদা গ্রাম পঞ্চায়েতের দরদা অঞ্চলের ১৫০টি পরিবার BJP-তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন OBC মোর্চার জেলা সভাপতি সুভাষ মাহাত। পাশাপাশি, ঝালদা থানার পুস্তি গ্রাম পঞ্চায়েতের রাজা হেসলা গ্রামের ৭০টি কংগ্রেস, BJP ও CPI(M) সমর্থিত পরিবার তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝালদা ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর মাহাত।

BJP-তে যোগদানকারী কর্মী, সমর্থকরা বলেন, "রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। অথচ স্বাধীনতার ৭২ বছর পরেও পিছিয়ে রয়েছে পুরুলিয়া জেলার প্রান্তিক ঝালদা এলাকা। তৃণমূলের নেতা, কর্মীদের অত্যাচার ও স্বজনপোষণে তিতিবিরক্ত হয়ে পড়ছি আমরা। তাই এবার বাংলায় BJP চাই।"

অন্যদিকে, তৃণমূলে যোগদানকারী কর্মী, সমর্থকেরা বলেন, "রাজ্যে তৃণমূলের কোনও বিকল্প নেই। উন্নয়নের সঙ্গী হতেই তৃণমূলে যোগদান করছি।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details