পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী, গ্রেপ্তার 4

ঝালদায় জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে ৷

আক্রান্ত পুলিশকর্মী

By

Published : Aug 2, 2019, 7:25 AM IST

পুরুলিয়া, 2 অগাস্ট : জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশকর্মী ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার জুয়াড়িকে ৷ ঘটনাটি পুরুলিয়ার ঝালদা থানার ইচাগ গ্রামের ৷ আহত কনস্টেবল তপন দাসকে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইচাগ গ্রামে এক জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ ৷ সেখানে পুলিশকর্মীদের সঙ্গে জুয়াড়িদের বচসা বাধে ৷ সেইসময় কয়েকজন জুয়াড়ি স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে পুলিশের উপর আক্রমণ চালায় ৷ আক্রমণের সময় অন্য পুলিশকর্মীরা পালিয়ে গেলেও তপন দাসকে ধরে মারধর করা হয় ৷ পরে খবর পেয়ে আরও পুলিশ গিয়ে তপন দাসকে উদ্ধার করে ৷

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "পুলিশের উপর আক্রমণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু শুরু হয়েছে ৷"

প্রসঙ্গত, কিছুদিন আগে পুরুলিয়া মফঃস্বল থানা এলাকার কাঁসাই নদী থেকে বালি চুরি রুখতে গিয়ে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মীরা ৷ এবার জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details