পুরুলিয়া, 11 জানুয়ারি: "আসছে মকর দু'দিন সবুর কর/ তোরা মুড়ি পিঠা জোগাড় কর/ আসছে মকর দু'দিন সবুর কর"। না দু'দিন নয় মকর সংক্রান্তির সময় টুসু পরবের জন্য পুরুলিয়া জেলার মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকেন । পুরুলিয়া, এই নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে ছৌ-নাচ, লালমাটি, জঙ্গল ঘেরা পাহাড় আর বসন্তের লাল পলাশে রাঙা একের পর এক নৈস্বর্গিক প্রাকৃতিক দৃশ্যের ৷ তবে পুরুলিয়ার অন্যতম পরিচিতি হল টুসু পরব (Tusu Festival of Purulia ) ৷ পুরুলিয়াবাসী মেতে ওঠে এই উৎসবে ৷ রঙিন রঙিন কাগজ ও পাট কাঠি দিয়ে নির্মিত চৌডলে ঝলমল হয়ে ওঠে পুরুলিয়া জেলা ।
এই টুসু উৎসব পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়ে এক সপ্তাহ ধরে মেলা চলে ৷ এই পরবের আলাদা গুরুত্ব তাই পুরুলিয়ার সংস্কৃতিতেও আছে ৷ কবি তথা অধ্যাপক দিলীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ধানের তুষ থেকে বা তুষালি ব্রত থেকেই এই নামকরণ হয়েছে বলে অনেকে বলে থাকেন । তবে টুসু-ভাদু এই দুই উৎসব পুরুলিয়ার মানুষের প্রাণের উৎসব হয়ে উঠেছে । টুসু যেন পুরুলিয়ার মেয়েদের কাছে সখী । সেই জন্য এই পরবের আলাদা গুরুত্ব রয়েছে এখানকার মহিলাদের কাছে ৷" তবে সময়ের গতিতে বর্তমান প্রজন্ম যে এগুলি ভুলতে বসেছে সে কথাও স্বীকার করেন তিনি ।