পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি : মাধ্যমিকের শেষ পরীক্ষা দেওয়া হল না গৌতমের। পরীক্ষা দিতে যাওয়ার সময়ই মাঝপথে ধান বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল তার। গতকাল দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার আড়ষা থানার হাড়মাড্ডি গ্রাম এলাকায়। মৃত ছাত্রের নাম গৌতম মাহাত। গুরুতর আহত হয়েছে তার এক বন্ধু সন্দীপ মাহাত। তাকে উদ্ধার করে পুরুলিয়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মাধ্যমিকের শেষ পরীক্ষা দেওয়া হল না, লরির ধাক্কায় মৃত কিশোর - One died
মাধ্যমিকের শেষ পরীক্ষা দেওয়া হল না গৌতমের। পরীক্ষা দিতে যাওয়ার সময়ই মাঝপথে ধান বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল তার।
গতকাল ছিল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। প্রতিদিনের মতো গতকালও আড়ষার শিরকাবাইদ স্কুলের ছাত্র গৌতম মাহাত বন্ধু সন্দীপ মাহাতোর মোটরসাইকেলে করে পরীক্ষা দিতে যাচ্ছিল। মাধ্যমিক সেন্টার ছিল আড়ষা উচ্চমাধ্যমিক বিদ্যালয়। কিন্তু শেষ পরীক্ষাটাই দেওয়া হল না গৌতমের। আড়ষা থানার হাড়মাড্ডি গ্রামের কাছে পৌঁছাতেই দ্রুতগতির একটি ধান বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের বাইকে। লরির ধাক্কার ঘটনাস্থানেই মৃত্যু হয় গৌতম মাহাতর।
বাইকের চালক সন্দীপ মাহাত গুরুতর জখম হয়। ঘটনাস্থানে আসে স্থানীয়রা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দুর্ঘটনাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আড়ষা থানার পুলিশ। সঙ্গে সঙ্গে মৃত গৌতম মাহাত ও আহত সন্দীপ মাহাতকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠায় পুলিশ। সন্দীপের অবস্থা গুরুতর।