পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয় শ্রীরাম না বলায় মার, খুনের হুমকি নাবালককে - three unidentified person

জয় শ্রীরাম না বলায় মার । এবার এক নাবালক শিকার হল এই ঘটনার ।

নাবালক

By

Published : Jul 4, 2019, 9:53 PM IST

Updated : Jul 4, 2019, 10:05 PM IST

পুরুলিয়া, 4 জুলাই : মাদ্রাসায় যাওয়ার সময় এক নাবালককে জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ উঠল তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি পুরুলিয়ার নিতুড়িয়া থানার । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

গতকাল বিকেলে সাইকেলে করে মাদ্রাসা যাচ্ছিল ওই নাবালক । অভিযোগ, সেইসময় মুখে কাপড় বেঁধে তিনজন ওই নাবালকের পথ আটকায় । ছুরি দেখিয়ে পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায় । তারপর ওই নাবালককে দিয়ে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয় । নাবালকের আরও অভিযোগ, খুনেরও হুমকি দেয় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা । পরে চিৎকার করলে ওই নাবালককে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় তারা।

নিতুড়িয়া থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কিছুদিন ধরেই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । এর আগেও বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম বলা নিয়ে আক্রান্ত হতে হয়েছে অনেককে । এবার সেই তালিকায় যুক্ত হল পুরুলিয়ার এই নাবালক ।

Last Updated : Jul 4, 2019, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details