পুরুলিয়া, 24 সেপ্টেম্বর : আজ, শনিবার পুরুলিয়া (Purulia) জেলাশাসকের দফতরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর সন্তোষজনক বার্তা পেয়ে রেল অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হবে (Rail Blockade Withdrawn) বলে জানালেন কুড়মি সম্প্রদায়ের (Kurmi) মূল নেতা অজিত প্রসাদ মাহাতো । উল্লেখ্য, পাঁচ দিন ধরে রেল স্টেশন অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা ।
প্রসঙ্গত, এই বিষয়ে অনগ্রসর শ্রেণির কল্যাণ দফতরের সঙ্গে একটি বৈঠক হয় পুরুলিয়া জেলাশাসকের দফতরে । সেই বৈঠকের পর অজিত প্রসাদ মাহাতো বলেন, ‘‘এই আলোচনা সন্তোষজনক ৷ তাই আমরা অবরোধ তুলে নিচ্ছি ৷ আমি স্টেশনে গিয়ে অবরোধ তুলে নেওয়ার কথা জনসমক্ষে ঘোষণা করব । তবে আমাদের দাবি নিয়ে লড়াই জারি থাকবে ।’’
পুরুলিয়ার ওই বৈঠকে শনিবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের মতো পুলিশ-প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । প্রশাসনের তরফে এখনও কারও কোনও বক্তব্য মেলেনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে ছোটনাগপূর টোটেমিক কুর্মি মাহাতো সমাজের ডাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়ে । সেই মতো মঙ্গলবার সকাল থেকে চলছে রেল ও রাস্তা অবরোধ ।
রেল অবরোধে তুলে নেওয়ার ঘোষণা কুড়মি সম্প্রদায়ের এর জেরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত ট্রেন চলাচল । বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করতে হয়েছে । স্বভাবতই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রেল যাত্রীরা । তবে অবরোধ তুলে নেওয়ার ঘোষণার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে ৷
গত শুক্রবার ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ড সীমানায় কুড়মি-সহ আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের আঁচ পড়ে হাওড়া শহরেও । সেদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দূরদূরান্ত থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন এসে পৌঁছন । তাঁরা সেখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতা রানি রাসমণি রোডের উদ্দেশ্যে রওনা দেন ।
আরও পড়ুন :পুরুলিয়ায় রেল রোকো আন্দোলনের 5 দিন, আজও বাতিল বহু ট্রেন