পুরুলিয়া, 9 জুন : এ যেন 'অবাক কাণ্ড' ! দলীয় পর্যালোচনা বৈঠক শেষে তৃণমূল নেতা তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের সামনেই "জয়শ্রীরাম" ধ্বনি দিলেন দুই তৃণমূল কাউন্সিলর । আজ পুরুলিয়ার সার্কিট হাউজ়ে নির্বাচন পরবর্তী দলীয় পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মলয়বাবু ।
বৈঠক শেষ হলে বাইরে বেরিয়ে পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাসরঞ্জন দাস এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ দাগা "জয়শ্রীরাম" ধ্বনি দেন । স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মলয়বাবু-সহ বৈঠকে উপস্থিত জেলা সভাপতি, সভাধিপতি সহ অন্যান্যরা । উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি "জয়শ্রীরাম" ধ্বনি শুনে বার বার মেজাজ হারিয়েছেন । জগদ্দলে গাড়ি থেকে নেমে তিনি বলেন, "কার বুকে পাটা আছে সামনে আয় । এসে বল । সাহস কত, মাথায় ফেট্টি বেঁধে আমাকে গালাগাল করছে ।" সেইসঙ্গে উক্ত ব্যক্তিদের "চামড়া গুটিয়ে দেওয়ার" হুমকিও দেন তিনি । তারপর থেকেই দলের উপর সারির নেতা-মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মী-সমর্থকদের 'উত্যক্ত' করতে রাজ্যজুড়ে BJP কর্মী-সমর্থকরা "জয়শ্রীরাম" ধ্বনি দিতে শুরু করেছেন । "জয়শ্রীরাম"-রাজনৈতিক নাকি ধর্মীয় স্লোগান তা নিয়েও দু'পক্ষের মধ্যে বাগযুদ্ধ কিছু কম হয়নি । যেখানে রাজ্যজুড়ে "জয়শ্রীরাম" শুনলেই মারমুখী তৃণমূল কর্মী-সমর্থকরা, সেখানে আজ পুরুলিয়ার সার্কিট হাউজ়ে উলটো সুর শোনা গেল ।