পুরুলিয়া, 18 সেপ্টেম্বর : সরকারি জমি দখল করে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল আগেই । স্থানীয়রা গঠন করেছিল জমি রক্ষা কমিটি । এরপরই স্থানীয় প্রশাসনের তরফে তদন্ত কমিটি গঠন করা হয় । কিন্তু সেই কমিটিতে স্থানীয় কমিটির কোনও সদস্যের নাম নেই । তাই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ঝালদা জমি রক্ষা কমিটি।
পুরুলিয়ার ঝালদা শহরের 3 নম্বর ওয়ার্ড । এলাকার প্রায় 700 ডেসিমেল জমি সরকারি ভেস্টল্যান্ড । অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই সরকারি জমির পুকুর ভরাট করার এবং বেআইনিভাবে গাছ কাটার কাজ চালাচ্ছিল জমি মাফিয়ারা । এরপরই ঝালদাবাসী 'জমি রক্ষা কমিটি' নামে একটি কমিটি গঠন করে । প্রশাসনের দ্বারস্থ হয় । সরকারি জমিকে রক্ষা করার দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানায় তারা । ঘটনা প্রতিবাদে আজ জেলা পরিষদ সভাধিপতির দ্বারস্থ হয় ঝালদা জমি রক্ষা কমিটির সদস্যরা । এরপরই নড়েচড়ে বসে প্রশাসন । পুরুলিয়া জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে ঝালদার বনবিভাগ, পুলিশ, ভূমিসংস্কার দপ্তর ও ঝালদা পৌরসভার প্রশাসকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে । কিন্ত সেই তদন্ত কমিটির মধ্যে ঝালদা জমি রক্ষা কমিটির কোনও সদস্যের নাম নেই ।
ঝালদা জমি রক্ষা কমিটির সদস্য চিরঞ্জিব চন্দ্র, শশিভূষণ মিশ্র, অসিত কান্দু । তাঁরা জানান, কয়েকদিন ধরে ঝালদা শহর এলাকার 700 ডেসিমেল সরকারি জায়গা । সেখানে গাছ কাটা হচ্ছিল । পুকুর ভরাটের কাজ চলছিল । আমরা 'জমি রক্ষা কমিটি' গঠন করি । স্থানীয় পুলিশ-প্রশাসন ও বন বিভাগের দ্বারস্থ হই । জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে সেই কাজ বন্ধ করে দেয় । পরে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে । বনবিভাগ, পুলিশ, ভূমিসংস্কার দপ্তর ও ঝালদা পৌরসভার প্রশাসকদের সেই কমিটির সদস্য করে ।