পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda police station fire: তপন কান্দু খুনের প্রমাণ লোপাটে ঝালদা থানায় আগুন ?

ঝালদা থানায় আগুন লাগার ঘটনার নতুন করে উত্তেজনা ছড়াল (Jhalda police station fire)৷ তপন কান্দু খুনের প্রমাণ লোপাটের (Tapan Kandu murder case) চেষ্টাতেই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

fire breaks out at Jhalda police station, people relates with Tapan Kandu murder case
তপন কান্দু খুনের প্রমাণ লোপাটে ঝালদা থানায় আগুন ?

By

Published : Apr 11, 2022, 3:53 PM IST

ঝালদা, 11 এপ্রিল: অগ্নিকাণ্ডের ঘটনা ঝালদা পুরনো থানায় (Jhalda police station fire) ৷ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে ৷ শহরবাসীর দাবি, তপন কান্দু খুনের প্রমাণ লোপাট করার জন্য ইচ্ছে করে আগুন লাগিয়েছে পুলিশ (Tapan Kandu murder case)৷

অন্নপূর্ণা দেবীর ঘট বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল ঝালদা শহরে (Purulia news)। পুলিশের দাবি, সেই সময় ওই শোভাযাত্রা থেকে ঝালদা পুরনো থানার দিকে পটকা ছুড়ে মারা হয় । আর তখনই নাকি সেই পটকা থেকে ঝালদা পুরনো থানা চত্বরে বাজেয়াপ্ত করে রাখা মোটর সাইকেলে আগুন ধরে যায় । যদিও মিনিট দশেকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন:Jhalda Congress Councillor Murder : তপন কান্দু খুনে ক্লোজ পুলিশ কর্মীদের সিবিআইয়ের জেরা

পুলিশের এই দাবি মানতে চাননি ঝালদা এলাকার মানুষ ৷ তাঁদের দাবি, তপন কান্দু খুনের প্রমাণ লোপাটের জন্য পুলিশই আগুন লাগিয়ে দিয়েছে ৷ জেলা পুলিশ সুপার এস সেলভামমুরগণ বলেছেন, "আগুন কীভাবে লেগেছে সেটা দমকল বিভাগের সঙ্গে কথা বলে জানতে হবে । বিষয়টি তদন্ত করে দেখছি ।"

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু বলেন, "আমি তো কলকাতায় আছি ৷ আগুন লাগার ঘটনাটি শুনলাম ৷ বাইকগুলো শুনছি পুড়ে গিয়েছে । কীভাবে আগুন লাগল সেটা পুলিশ তদন্ত করে দেখুক ।"

আরও পড়ুন :Tapan Kandu Murder: তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই

ABOUT THE AUTHOR

...view details