ঝালদা, 11 এপ্রিল: অগ্নিকাণ্ডের ঘটনা ঝালদা পুরনো থানায় (Jhalda police station fire) ৷ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে ৷ শহরবাসীর দাবি, তপন কান্দু খুনের প্রমাণ লোপাট করার জন্য ইচ্ছে করে আগুন লাগিয়েছে পুলিশ (Tapan Kandu murder case)৷
অন্নপূর্ণা দেবীর ঘট বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল ঝালদা শহরে (Purulia news)। পুলিশের দাবি, সেই সময় ওই শোভাযাত্রা থেকে ঝালদা পুরনো থানার দিকে পটকা ছুড়ে মারা হয় । আর তখনই নাকি সেই পটকা থেকে ঝালদা পুরনো থানা চত্বরে বাজেয়াপ্ত করে রাখা মোটর সাইকেলে আগুন ধরে যায় । যদিও মিনিট দশেকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন:Jhalda Congress Councillor Murder : তপন কান্দু খুনে ক্লোজ পুলিশ কর্মীদের সিবিআইয়ের জেরা