পুরুলিয়া, 31 অক্টোবর : কলকাতা লাগোয়া জেলাগুলিতে লোকাল ট্রেন চালু হলেও, বঞ্চিত পুরুলিয়া । ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ । তৃণমূল-বিজেপি উভয়ের শীঘ্রই লোকাল ট্রেন চালানোর দাবি জানাচ্ছেন । তবে আদ্রা ডিভিশনে লোকাল ট্রেন চালু করার কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি ৷ নিত্যযাত্রীরা জানাচ্ছেন, সমস্যা তো আগে থেকে ছিল ৷ এবার তা থেকে রেহাই পাওয়ার সুযোগ এলেও বঞ্চিত হচ্ছেন তাঁরা ৷
দীর্ঘদিন পর রাজ্য সরকারের নির্দেশিকা মতো রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় গড়িয়েছে লোকাল ট্রেনের চাকা ৷ তবে ছবিটা আলাদা আদ্রা ডিভিশনের ৷ দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিসনের অন্তর্গত পুরুলিয়া জেলার কোনও শাখাতেই নতুন করে লোকাল ট্রেন চালানোর নির্দেশিকা এখনও আসেনি । দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছেন নিত্যযাত্রীরা ৷
খুলতে চলেছে বিদ্যালয়গুলি । লোকাল ট্রেনের উপরই ভরসা করেই স্কুলে যেতে হয় শিক্ষক-শিক্ষিকাদের । তবে ট্রেন চালু না হওয়ায় তাঁরা কীভাবে স্কুলে যাবেন ভেবে পাচ্ছেন না ৷ শিক্ষিকা প্রিয়াঙ্কা মণ্ডল এবং মৌমিতা খান জানালেন সমস্যার কথা ৷ শিক্ষিকাদ্বয় জানান, মূলত বাসের উপর এবং হাতে গোনা কয়েকটি এক্সপ্রেস ট্রেনের উপরেই ভরসা পুরুলিয়ার সাধারণ মানুষের । এখানে লোকাল ট্রেন চালু হলে খুব সুবিধা হতো ৷ তা নাহলে তাঁদের বাসের ভরসায় থাকতে হবে ৷ তবে তা সহজ হবে না ৷ কারণ প্রতিটি বাসে বাদুরঝোলা ভিড় ৷ ফের করোনা সংক্রমণ বাড়ার মুখে ৷ তাই যেখানে সবাই ভিড় এড়াতে চাইছেন, সেখানে যাতায়াতের ক্ষেত্রে বাস ছাড়া উপায় থাকছে না ৷ তার উপর পেট্রল-ডিজেলের দাম বাড়ায় বাসের ভাড়াও বেড়েছে ৷ সব মিলিয়েই পরিস্থিতি কঠিন ৷
লোকাল ট্রেন চালু না হওয়ায় সমস্যায় পড়েছেন আদ্রা ডিভিশনে যাত্রীরা মূলত বাস এবং গুটিকয় এক্সপ্রেস ট্রেনের ভরসায় থাকা পুরুলিয়া জেলায় প্রথম থেকেই লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন মানুষ । কিন্তু এখানেই তাঁরা বঞ্চিত হচ্ছেন ৷ বিজেপির দাবি, বরাবর বঞ্চনার শিকার হতে হচ্ছে পুরুলিয়াকে । তৃণমূল নেতারাও জানিয়েছেন, কলকাতা লাগোয়া জেলা থেকে লোকাল ট্রেন চালু হলেও প্রান্তিক পুরুলিয়ায় এখনো চালু হল না । তাই পুরুলিয়া জেলায় বহু নিত্যযাত্রীর সমস্যা তাই কাটল না ।
আরও পড়ুন : Ajodhya Hills : অবৈধ নির্মাণের ঠেলায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আজ ধ্বংসের পথে