পুরুলিয়া, 2জুলাই : প্রায়67হাজার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ ব্যবস্থানিতে চলেছে পুরুলিয়া জেলা প্রশাসন । মাটির তৈরি প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের100দিনের কাজে নিয়োগকরা,সরকারি বিভিন্ন প্রকল্পে শ্রমিকদের কাজে লাগানোর পাশাপাশি এবারডিজিটাল মাধ্যমে শ্রমিকরা যোগ্যতা অনুযায়ী নিজেদের ইচ্ছেমতো কাজে নিযুক্ত হতেপারবেন করতে পারবেন । পাশাপাশি কোন ব্লকে কতজন শ্রমিক রয়েছেন,কী কী কর্মদক্ষতা রয়েছে শ্রমিকদের তাওজানা যাবে ওই পোর্টালে ।
শ্রমিকদের কর্মসংস্থানের জন্য e-পোর্টাল চালু পুরুলিয়ায় - পুরুলিয়া
পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে আজ একটি পোর্টাল চালু করা হয় । এর মাধ্যমে শ্রমিকরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবেন ।
পুরুলিয়ার সার্কিট হাউসে আজ একটি বিশেষ বৈঠকে শ্রমিকদেরকর্মসংস্থানের বিষয়টি জানায় পুরুলিয়া জেলা প্রশাসন । আজকের বৈঠকে উপস্থিত ছিলেনজেলাশাসক রাহুল মজুমদার,অতিরিক্ত জেলাশাসক আকাঙ্খা ভাস্কর,মন্ত্রী শান্তিরাম মাহাতো,জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহজেলার প্রত্যেক মহকুমা ও ব্লক আধিকারিকেরা । "বিশ্বকর্মাe-পোর্টাল" উদ্বোধন করার পাশাপাশিজেলা প্রশাসনের উন্নয়নমূলক কাজ,শ্রমিকদের কর্মসংস্থান,সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি বিষয়েতিনটি বই প্রকাশ করা হয় । শ্রমিকদের বাছাইয়ের উদ্দেশ্যে উদ্বোধনের পর থেকে চালুকরা হয় "বিশ্বকর্মাe-পোর্টাল" ।
পোর্টালে জেলার সমস্ত শ্রমিককে নিজেদের শিক্ষাগত যোগ্যতা,কর্মদক্ষতা,বয়স,ফোন নম্বর দিয়ে নাম রেজিস্টার করতেহবে । নথিভুক্তির মাধ্যমে জেলার বিভিন্ন ব্লকে দক্ষ ও অদক্ষ পরিযায়ী শ্রমিকদেরবেছে নেওয়া হবে । কলকারখানা,ব্যবসার কাজে,বাড়ি তৈরিতে,হোটেল-রেস্তোরাঁ- শপিং মলে শ্রমিকদের কাজে লাগাতে ইচ্ছুক ব্যক্তিবা সংস্থা সেখান থেকে শ্রমিকদের সন্ধান পাবেন । পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পেকাজ দেওয়ার ক্ষেত্রে এবার থেকে ওই পোর্টালের মাধ্যমে যোগাযোগ করা হবে । জেলায় শুরুহওয়া মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে100দিনের কাজে ছয় হাজার পরিযায়ী শ্রমিককেনিযুক্ত করা হয়েছে । যারা100দিনের কাজ করতে অনিচ্ছুক তাদের জন্য জেলার চার মহকুমা এলাকায়বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বিশ্বকর্মাই-পোর্টাল ।