পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cultivation in Purulia : ব্লক প্রশাসনের উদ্যোগে পাথুরে জমিতে সবজি বাগান, রোজগারের দিশা দেখাচ্ছেন ঝালদার মহিলারা - vegetables cultivation in purulia

পুরুলিয়ার ঝালদা 2 ব্লকের টাটুয়ারা গ্রাম (Purulia News) ৷ পাথুরে জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ স্থানীয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের সহযোগিতায় পাথুরে জমিকে সবজি বাগানে পরিণত করেছেন তাঁরা ৷ এখানকার সবজি বিক্রি করে রোজগারও হচ্ছে ৷

purulia
পাথুরে জমি এখন সবজি বাগান

By

Published : Jan 31, 2022, 9:01 PM IST

ঝালদা, 31 জানুয়ারি : পুরুলিয়ার মাটি বরাবরই পাথুরে ও রুক্ষ ৷ যা চাষবাসের অনুপযোগী ৷ কিন্তু ঝালদা 2 নং ব্লকের টাটুয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলে দেখা যাবে অন্য ছবি ৷ যা এক নিমেষে পুরুলিয়ার চাষিদের মন ভাল করে দেবে ৷

ব্লক প্রশাসন ও স্থানীয় টাটুয়ারা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় তিনটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাথুরে জমির উপর রীতিমতো সবজির বাগান তৈরি করে ফেলেছেন ৷ যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে পুরুলিয়া জেলাজুড়ে (Vegetables Cultivation in Purulia) ৷

পাথুরে জমিতে বসানো হয়েছে আমগাছ

টাটুয়ারা এবং চিতমু পঞ্চায়েতের পোগরো এলাকায় মাটি সৃষ্টি প্রকল্পের কাজ চলছে ৷ টাটুয়ারা পঞ্চায়েতের এই পুরো এলাকাটি পাহাড়ি এবং এখানকার মাটি অনুর্বর ৷ কিন্তু এই মাটিতেই বিভিন্ন ধরনের ফলের গাছ থেকে শুরু করে নানা ধরনের সবজি চাষ করেছেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ মাটি তৈরি থেকে শুরু করে বীজ বসানো সবটাই নিজেদের হাতে করেছেন তাঁরা ৷ তারপর সেই সবজি ও ফল বিক্রি করে রোজগারও হচ্ছে ভালই ৷ এইভাবে আয়ের উৎস খুঁজে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উর্মিলা হাঁসদা ও বিনতি টুডুরা ৷

আরও পড়ুন :water supply in ayodhya purulia: পুরুলিয়ার অযোধ্যায় পরীক্ষামূলকভাবে মার্বেল জলাধার থেকে জল সরবরাহের কাজের সূচনা

তবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই অসাধ্য সাধনের জন্য পুরো কৃতিত্বটাই দিচ্ছেন ঝালদা 2নং ব্লকের বিডিও অঙ্কিতা উপাধ্যায়কে । তাঁদের কথায়, "বিডিও ম্যাডাম অনবরত এই কাজে সাহায্য করেছেন এবং উৎসাহ দেখিয়েছেন ।"

পুরুলিয়ার ঝালদায় মাটি সৃষ্টি প্রকল্পে তৈরি সবজি বাগান

যদিও এ বিষয়ে বিডিও অঙ্কিতা উপাধ্যায় জানান, এই কাজের কৃতিত্ব তাঁর একার নয় ৷ স্থানীয় পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সঙ্গে না থাকলে এই কাজ সম্ভব হত না ৷ এটা একটা টিম ওয়ার্ক ৷ এই কাজে সাফল্য পাওয়ার পর ওই জায়গাগুলিকে কীভাবে আরও আকর্ষণীয় করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে ৷

আরও পড়ুন :New Tourist places in Purulia : পুরুলিয়ার পর্যটন চিত্রে নতুন সংযোজন ‘মাটির সৃষ্টি’

ABOUT THE AUTHOR

...view details