ঝালদা, 31 জানুয়ারি : পুরুলিয়ার মাটি বরাবরই পাথুরে ও রুক্ষ ৷ যা চাষবাসের অনুপযোগী ৷ কিন্তু ঝালদা 2 নং ব্লকের টাটুয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলে দেখা যাবে অন্য ছবি ৷ যা এক নিমেষে পুরুলিয়ার চাষিদের মন ভাল করে দেবে ৷
ব্লক প্রশাসন ও স্থানীয় টাটুয়ারা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় তিনটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাথুরে জমির উপর রীতিমতো সবজির বাগান তৈরি করে ফেলেছেন ৷ যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে পুরুলিয়া জেলাজুড়ে (Vegetables Cultivation in Purulia) ৷
টাটুয়ারা এবং চিতমু পঞ্চায়েতের পোগরো এলাকায় মাটি সৃষ্টি প্রকল্পের কাজ চলছে ৷ টাটুয়ারা পঞ্চায়েতের এই পুরো এলাকাটি পাহাড়ি এবং এখানকার মাটি অনুর্বর ৷ কিন্তু এই মাটিতেই বিভিন্ন ধরনের ফলের গাছ থেকে শুরু করে নানা ধরনের সবজি চাষ করেছেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ মাটি তৈরি থেকে শুরু করে বীজ বসানো সবটাই নিজেদের হাতে করেছেন তাঁরা ৷ তারপর সেই সবজি ও ফল বিক্রি করে রোজগারও হচ্ছে ভালই ৷ এইভাবে আয়ের উৎস খুঁজে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উর্মিলা হাঁসদা ও বিনতি টুডুরা ৷