পুরুলিয়া, 27 জুলাই : নতুন করে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত 19 জন । জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 42 থেকে থেকে 46 টি হল। সব মিলিয়ে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত সংখ্যা 185 জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 114 জন ও বাকি 70 জন চিকিৎসাধীন l
পুরুলিয়ায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 46 - কোরোনা
পুরুলিয়া জেলা থেকে মোট 22,113 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে l যার মধ্যে পজ়িটিভ রিপোর্ট এসেছে 185 জনের এবং নেগেটিভ রিপোর্ট এসেছে 20,596 জনের l বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি l
নতুন করে কোরোনায় আক্রান্ত ব্যক্তিরা পুরুলিয়া শহর, নিতুড়িয়া ও ঝালদা এলাকার বাসিন্দা l দিন দিন জেলায় বেড়ে চলা কোরোনা সংক্ৰমণ রুখতে আজ বিকেল 4টা থেকে বৃহস্পতিবার রাত 12 টা পর্যন্ত পুরুলিয়া শহর ও আদ্রা শহরে লকডাউনের নির্দেশিকা জারি করেছে পুরুলিয়া জেলা প্রশাসন l জেলার সবকটি কনটেনমেন্ট জ়োন এলাকায় বারে বারে স্যানিটাইজ়েশনের কাজ চলছে l
প্রশাসন সূত্রে খবর, জেলা থেকে মোট 22,113 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে l যার মধ্যে পজ়িটিভ রিপোর্ট এসেছে 185 জনের এবং নেগেটিভ রিপোর্ট এসেছে 20,596 জনের l বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি l বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 4 জন l পাশাপাশি হোম কোয়ারানটাইনে পর্যবেক্ষণে রয়েছেন 4441 জন l এছাড়াও পুরুলিয়া শহরে এক ব্যক্তির মৃত্যুর পর তার রিপোর্ট কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে l এরপরই উদ্বেগ বাড়িয়েছে জেলা প্রশাসনের l কোরোনা সংক্ৰমণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ l