পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Municipality: 'নির্দল' শিলাকে ঝালদা পৌরসভার চেয়ারপার্সন করল কংগ্রেস - কংগ্রেস

পুরুলিয়া জেলার (Purulia District) ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) আবারও পৌরপ্রধান বদল ! তৃণমূলের জবা মাছোয়ারার বদলে সর্বসম্মতিক্রমে শিলা চট্টোপাধ্য়ায়কে (Shila Chatterjee) পৌরপ্রধান হিসাবে ঘোষণা করল কংগ্রেস (Congress) ৷

Congress declares Shila Chatterjee as new Chairperson of Jhalda Municipality
Jhalda Municipality: 'নির্দল' শিলাকে ঝালদা পৌরসভার চেয়ারপার্সন করল কংগ্রেস

By

Published : Dec 3, 2022, 1:28 PM IST

Updated : Dec 3, 2022, 7:10 PM IST

ঝালদা (পুরুলিয়া), 3 ডিসেম্বর: এ বলে আমায় দেখ, তো ও বলে আমাকে ! পুরুলিয়া জেলার (Purulia District) ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) এখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের (Congress) অবস্থা যেন খানিকটা তাই ! নির্দল দুই কাউন্সিলরকে নিজেদের দিকে টেনে ইতিমধ্যেই আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে কংগ্রেস ৷ কিন্তু, নতুন পৌরপ্রধান নিয়োগের ঠিক একদিন আগেই সরকারি নির্দেশিকা জারি করা হয় ৷ সেই অনুসারে, শুক্রবার ঝালদা পৌরসভায় চেয়ারপার্সন হিসাবে জবা মাছোয়ারার নাম ঘোষণা করা হয় ৷ কিন্তু, তিনি কংগ্রেসের নন, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি ৷ এরপর এদিন, শনিবার কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা নির্ধারিত সূচি অনুযায়ী নয়া পৌরপ্রধান নির্বাচিত করার জন্য বোর্ড বসান ৷ সেই বোর্ডে সর্বসম্মতিক্রমে শিলা চট্টোপাধ্য়ায়কে (Shila Chatterjee) পৌরপ্রধান হিসাবে ঘোষণা করা হয় ৷

উল্লেখ্য, এই শিলা চট্টোপাধ্যায় নির্দল প্রার্থী হিসাবে পৌরভোটে জয়ী হয়েছিলেন ৷ পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি ৷ পরে আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন ৷ এরপর সম্প্রতি আস্থা ভোটে নির্দল সদস্য হিসাবে কংগ্রেসকে সমর্থন করেন শিলা ৷ মনে করা হচ্ছে, নিজের সেই সমর্থনেরই 'পুরস্কার' পেলেন তিনি ৷

ঝালদা পৌরসভা কংগ্রেসের ৷

আরও পড়ুন:বিরোধী কাউন্সিলরদের সভার আগে ঝালদা পৌরসভায় চেয়ারম্যান নিয়োগ

এই বিষয়ে প্রশ্ন করা হলে জেলা কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, "আমরা শিলা চট্টোপাধ্য়ায়কে পৌরপ্রধান হিসাবে নির্বাচিত করেছি ৷" নেপালকে পরের প্রশ্ন করা হয়, কিন্তু সরকার তো পৌরপ্রশাসক হিসাবে অন্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে ! সেক্ষেত্রে নয়া পৌরপ্রধান কাজ করবেন কীভাবে ? জবাবে নেপাল বলেন, "ওঁদের (সরকার পক্ষের) এই আয়োজন ধোপে টিকবে না ৷"

এদিকে, এই ঘটনার পরই জানা যায়, এদিনই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন শিলা চট্টোপাধ্য়ায়ের স্বামী কালীপদ চট্টোপাধ্য়ায় এবং ঝালদা পৌরসভার অপর নির্দল কাউন্সিলর সোমনাথ কর্মকার ৷ কিন্তু, শিলার পক্ষে একই পদক্ষেপ করা সম্ভব হয়নি ৷ কারণ, তাঁর বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে ৷ সেই মামলায় শিলার রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে জানানোর নির্দেশ দিয়েছে আদালত ৷

Last Updated : Dec 3, 2022, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details