ঝালদা (পুরুলিয়া), 3 ডিসেম্বর: এ বলে আমায় দেখ, তো ও বলে আমাকে ! পুরুলিয়া জেলার (Purulia District) ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) এখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের (Congress) অবস্থা যেন খানিকটা তাই ! নির্দল দুই কাউন্সিলরকে নিজেদের দিকে টেনে ইতিমধ্যেই আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে কংগ্রেস ৷ কিন্তু, নতুন পৌরপ্রধান নিয়োগের ঠিক একদিন আগেই সরকারি নির্দেশিকা জারি করা হয় ৷ সেই অনুসারে, শুক্রবার ঝালদা পৌরসভায় চেয়ারপার্সন হিসাবে জবা মাছোয়ারার নাম ঘোষণা করা হয় ৷ কিন্তু, তিনি কংগ্রেসের নন, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি ৷ এরপর এদিন, শনিবার কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা নির্ধারিত সূচি অনুযায়ী নয়া পৌরপ্রধান নির্বাচিত করার জন্য বোর্ড বসান ৷ সেই বোর্ডে সর্বসম্মতিক্রমে শিলা চট্টোপাধ্য়ায়কে (Shila Chatterjee) পৌরপ্রধান হিসাবে ঘোষণা করা হয় ৷
উল্লেখ্য, এই শিলা চট্টোপাধ্যায় নির্দল প্রার্থী হিসাবে পৌরভোটে জয়ী হয়েছিলেন ৷ পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি ৷ পরে আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন ৷ এরপর সম্প্রতি আস্থা ভোটে নির্দল সদস্য হিসাবে কংগ্রেসকে সমর্থন করেন শিলা ৷ মনে করা হচ্ছে, নিজের সেই সমর্থনেরই 'পুরস্কার' পেলেন তিনি ৷