পুরুলিয়া, 20 জানুয়ারি : ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃতদের আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার ৷ আজ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া গুরুতর আহতদের 50 হাজার এবং অল্প আহতদের 25 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷
ধুপগুড়ির পথ দুর্ঘটনা, মৃতদের আড়াই লাখ-আহতদের 50 হাজার রাজ্যের - dhupguri road accident
আজ পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী ।
আজ পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করেন তিনি । প্রায় 10 মিনিটের বৈঠকে পুরুলিয়া জেলার মানবাজার ও বান্দোয়ানে নতুন এসবিএসটিসি বাস ডিপোর উদ্বোধন করেন । একইসঙ্গে পুরুলিয়ার জল সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি । তারই সঙ্গে গতরাতে ময়নাগুড়ি-ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় 14 জন মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন ৷ তিনি বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ আমি গতকাল রাতেই খবর পেয়েছি ৷ অরূপ বিশ্বাসকে পাঠাচ্ছি ৷ গৌতম দেবকেও পাঠিয়েছি ৷ মৃত, আহত এবং অল্প আহতদের আড়াই লাখ, 50 হাজার এবং 25 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছি ৷"
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান সহ অন্যরা । ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ অন্যান্য জেলারও বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করেন মমতা । পর্যটন মানচিত্রে পুরুলিয়ার উন্নতকরণের জন্য হোটেল ব্যবসায়ীদের বেশি করে হোটেল তৈরি করার উপদেশ দেন মুখ্যমন্ত্রী । পর্যটন স্থানগুলিতে বেশি করে হোম ট্যুরিজম গড়ে তোলার বিষয়ে নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের । জঙ্গলমহল কাপে 2772 ক্লাব অংশগ্রহণ করেছে । এই জঙ্গলমহল কাপে 1112 জন জয়ী প্রতিযোগীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।